ভুলভুলাইয়া 2 এর প্রচারে কলকাতা ঘুরে গেলেন এই ছবির হিরো কার্তিক আরিয়ান


ইন্দ্রজিৎ আইচঃ তার আসার কথা ছিলো দুপুর আড়াইটে র সময়। এলেন 4 টের সময়। আসলেন। সকলের মন জয় করলেন। চলেও গেলেন। তিনি মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেতা ও নায়ক কার্তিক আরিয়ান। গত 20 শে মার্চ 2022 শুক্রবার মুক্তি পেয়েছে ভুলভুলাইয়া 2 । সেই উপলক্ষে গত 27 শে মে শুক্রবার বিকেলে রাজারহাট নিউটাউন এর নভোটেল হোটেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এইদিন ভুলভুলাইয়া 2 এর একটি বাংলা গান ” আমি যে তোমার, শুধু যে তোমার” এই গানের প্রমোসানে এসে ছবিটির হিরো কার্তিক আরিয়ান জানালেন এই ছবিটা আমার জীবনের একটা সেরা ছবি। কারণ সারা ভারতে কয়েক শো কোটি টাকার ব্যাবসা করেছে। এই ছবিটা ভৌতিক থ্রিলার। এর যে বাংলা গানটি “আমি যে তোমার, শুধু যে তোমার” গানটা গেয়েছে অরিজিৎ সিং সেটা সকলের ভালো লেগেছে। এই গানের সাথে কথক নাচ শিখতে হয়েছে এক মাস। এরসাথে বাংলা ভাষাটা রপ্ত করতে হয়েছে। খুব পরিশ্রম করেছি এই ছবিটার জন্য। 2019 সাল থেকে ছবিটার শুটিং শুরু হয়েছিল। তিন বছর ধরে কাজ হয়েছে। করোনা, লক ডাউন এসব কারণে ছবি রিলিজ করতে দেরি হলো।তবুও মানুষ খুব এই ছবিটা দেখে খুব এনজয় করছে। আমি বহুবার কলকাতায় এসেছি এর আগে। কলকাতা আমার প্রাণের শহর। এখানে এসে রসোগোল্লা, মিষ্টি দই খাই। আজও খেলাম। এখান কার সাংস্কৃতিক পরিবেশ আমার দারুন লাগে। আমার অনেক বন্ধু বান্ধব থাকে এখানে। টি সিরিজ ও সিনে স্টুডিও নিবেদিত ও ভূষণ কুমার ও মুরোদ খৈতান প্রযোজিত এই মুভি টার পরিচালক হলেন অনেস বাজমি। কাহিনী , সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আকাশ কৌশিক। চিত্রগ্রহণ করেছেন মনু আনন্দ। সংগীত পরিচালনা প্রীতম। সংগীতায়জন করেছেন তানিস্ক বাগচী। কথা ও সুর অমিতাভ ভট্টাচার্য। ছবির প্রোডাকশন ডিজাইন করেছে রজত পোদ্দার। ব‍্যাক গ্রাউন্ড স্কোর করেছে সন্দীপ সিদ্দিকার। কার্তিক আরো জানালেন আমি আজ সকালে হাওড়া ব্রিজের সামনে হলুদ টেক্সীতে উঠে ছবি তুলেছি। আমার আজ এখানে নভোটেল হোটেলে সেই হলুদ টেক্সী তে উঠে আপনাদের সামনে ছবির মিউজিক এর প্রমোশন করলাম। ভালো থাকবেন আপনারা। ছবিটা দেখবেন। আবার দেখা হবে আপনাদের সকল সাংবাদিকদের সাথে কলকাতায় এলে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights