নদীয়ার কুম্ভকার সমিতির জমি জবরদখল করার অভিযোগ। প্রশাসনকে জানিয়েও মিলছেনা সমাধান!


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ নদীয়ায় কুম্ভকার সমিতির জমি দখল করার অভিযোগ উঠল কিছু এলাকার ক্লাব ও দুষ্কৃতিদের বিরুদ্ধে। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড পাঁচমাথা মোড় এলাকায়। কুম্ভকার সমিতির সদস্যদের অভিযোগ, ১৩২৬ সালে এখানে প্রতিষ্ঠিত হয় কুম্ভকার সমিতি। আর সেই বছর থেকেই এখানে এই রক্ষাকালী মাতার পূজা করা হয়। লকডাউন এর ফলে কিছুদিন ধরে এই পুজো বন্ধ থাকে। এই বন্ধ থাকার কারণে জায়গাটি জবরদখল করার চেষ্টা চালাচ্ছে। তাঁদের আরও অভিযোগ, আমাদের কালীমাতা বেদীকে রাতারাতি সরিয়ে দিয়ে অন্য একটা বেদী করতে চাইছে। তবে এ বিষয়ে আমরা নবদ্বীপ থানা ও পৌরসভা, নবান্নেও লিখিত আকারে জানিয়েছি। কিন্তু তাতেও এখনো কোন সুরাহা হয়নি, প্রশাসন শুধু আশ্বাস দিয়েই খালাস। তাঁরা আরো বলেন, আমাদের কাছে খাজনা, টেক্স, সমস্ত প্রশাসনিকের কাছে জানানো চিঠির রিসিভ কপি সমস্ত কিছু আমাদের কাছে পরিস্কার আছে। নবদ্বীপ বাসী এবং নবদ্বীপ রাস কমিটির কাছে আমরা আবেদন করছি আমাদের এই কুম্ভকার সমিতির জমিটি যেন কুম্ভকার সমিতিরি থাকে।
এবং মায়ের নামে যে পুজো করা হয় যেন সেই পূজায় হয়। তবে তাঁরা ক্ষোভের সুরে বলেন, আগামী দিনে যদি এটি ঠিকঠাক না হয় আমরা নবদ্বীপের মৃৎশিল্পীরা নবদ্বীপের রাস উৎসবের ঠাকুরের মূর্তি বানানো থেকে বিরত থাকবো এবং বৃহত্তর আন্দোলনে যাবো। সব মিলিয়ে মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে জেলায় জেলায় প্রশাসনিক মিটিং-এ বারং বার প্রশাসনকে যে কোন দুর্নিতির বিরুদ্ধে রাজনৈতিক রং না দেখে কড়া ব্যবস্থা নিতে বলতে শোনা যাচ্ছে সেখানে নবদ্বীপের এ ঘটনায় আরও একবার প্রশাসনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যায় বলেই মত ওয়াকিবহাল মহলের।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights