মেডিকার সাথে চুক্তিবদ্ধ হলেন অন লাইন চিকিৎসা পরিসেবা দিতে “ক্লাউড ফিজিসিয়ান “


ইন্দ্রজিৎ আইচঃ অন লাইন ও অফ লাইনে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে চিকিৎসা পরিসেবা পেতে ক্লাউডফিজিসিয়ান এবার চুক্তিবদ্ধ হয়েছে কলকাতার বাইপাস সংলগ্ন মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের সাথে। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কোফাউন্ডার এন্ড চিফ অফ হেল্থকেয়ার, ক্লাউডপিজিসিয়ানের ডাক্তার দিলীপ রমন ও মেডিকা সুপার স্পেসালিটি হসপিটালের কনসালটেন্ট – ইন্টেনসিভিস্টের ডাক্তার অভিরাল রায় জানালেন আমাদের অন লাইন প্যানেল এ সাড়া ভারতে 25 জন ডাক্তার, 60 টি আই সিসি ইউ ও 80-90 বেড রেডি আছে। মেডিকা আমাদের সর্বোত ভাবে এ ব্যাপারে সাহায্য করেছেন। করোনার সময় 2020 ও 2021 এ আমরা কয়েক হাজার মানুষের প্রাণ বাচিয়েছি শুধু টেলি মেডিসিন দিয়ে। এখনো সেই ব্যবস্থা চালু আছে। কেউ যদি কলকাতার বাইরে থাকেন গ্রামে বা অন্য রাজ্যে থাকেন বিশেষ করে পশ্চিমবঙ্গ, ঝাড় খন্ড, ওড়িশা, বিহার ও আসাম এই রাজ্যে মানুষদের আমাদের পক্ষ থেকে মেডিকেল পরিসেবা দিতে আমরা প্রস্তুত। কেউ যে কোনো রোগে অসুস্থ হলে অন লাইন জুমের মাধ্যমে চিকিৎসা করি। তাতে রোগী দের অনেক খরচ কমে যায়।তাকে টাকা খরচ করে ডাক্তার দেখাতে আসতে হয়না, এমন কিছু রোগ আছে বাড়িতে থেকে চিকিৎসা হয়, হাসপাতালে ভর্তি হতে হয় না, খরচা অনেক বেঁচে যায় রোগীর, তার চিকিৎসা আমরা দিয়ে থাকি। বাড়িতে থেকে টেস্ট, মেডিসিন সব পৌঁছে যায় স্বল্প মূল্যে। যদি রোগীর অবস্থা খারাপ হয় তাহলে তার অবস্থা বুঝে ও অর্থনৈতিক দিকটা বিচার করে আমরা চেষ্টা করি ওনাকে ওনার বাড়ির কাছাকাছি হসপিটালে ভর্তি করে দিতে। 24 ঘন্টা আমরা সেই রোগীর নজর রাখি। গ্রাম বা অন্য রাজ্য থেকে রোগী এলে তার বাড়ির লোকজন যাতে কলকাতায় কোনো অসুবিধায় না পড়ে তার দিকটা আমরা দেখি।সবসময় আমাদের এই পরিসেবা পাওয়া যাবে। এর জন্য কোনো রোগীর থেকে আমরা টাকা নিই না। আমরা আমাদের পারিশ্রমিক নিই হসপিটাল বা ডায়গোনাস টিক সেন্টার বা মেডিসিন শপ থেকে। রোগীর কি রোগ, তার কি ধরণের চিকিৎসা হবে , অপারেশন কে করবেন, কত খরচ এ সব নির্ভর করবে রোগীর শারীরিক অবস্থার ওপর। তবে আমাদের থেকে এই পরিসেবা পেয়েছেন আলিপুর দুয়ার, কুলপি, জয়নগর, তিনসুকিয়া, রাঁচি, ভাগলপুর, বর্ধমান, শিলিগুড়ি ও কলকাতার বহু মানুষ। মেডিকা হসপিটাল সব রকম ভাবে এই পরিসেবা দিচ্ছে। ডিজিটালি অন লাইন টেলি মেডিসিন পরিসেবা পেতে আপনারা (cloud physician.net) & (sandeep.bothra@cloud physician.net) এই সাইডে গিয়ে যোগাযোগ করবেন স্বাস্থ্য নিয়ে এবং শরীরের যে কোনো রোগ নিয়ে জানতে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights