জঙ্গলমহলের বিভিন্ন ব্লকে কৃষি সম্পদ হিসেবে পরিচিত মাশরুম চাষ শুরু করেছেন স্বল্প শিক্ষিত আদিবাসী মহিলাদেরকে সাথে নিয়ে অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে


সহদেব পরামানিক:: বান্দোয়ান পুরুলিয়া জেলার এক আদিবাসী অধুসিত ব্লক। উঁচু নিঁচু ছোট ছোট পাহাড় বেষ্টিত শাল পলাশ ও মহুল ঘেরা প্রাকৃতিক বনজ সম্পদে ভরপুর। এখনও পর্যন্ত জঙ্গলমহলে এই সম্পদকে ঘিরে ক্ষুদ্র বা ছোট কুটির শিল্প গড়ে ওঠে নি। বিভিন্ন আর্থিক প্রতিকুলতার মাঝেও AATI PUAL MUSHROOM ( OPC ) PRIVATE LIMITED, BANDOWAN-এর MANAGING DIRECTOR মি: অমরেশ মাহাত জঙ্গলমহলের বিভিন্ন ব্লকে কৃষি সম্পদ হিসেবে পরিচিত মাশরুম চাষ শুরু করেছেন স্বল্প শিক্ষিত আদিবাসী মহিলাদেরকে সাথে নিয়ে অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে । স্থানীয় বনজ সম্পদ – যেমন শাল পাতাকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডায়েস থালি ও বাটি শুরু হতে চলেছে। সাথে সাথে মাটির উর্বরতা ধরে রাখতে এবং খাদ্যের গুণগত মান বাড়ানোর জন্য জৈবসার উৎপাদন কেন্দ্র তৈরি হতে চলেছে। শুধু তাই নয় বনজ সম্পদের উপর মৌমাছি পালনের মাধ্যমে বিশুদ্ধ মধু তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। বর্তমানে NSRICM, MINISTRY OF CO OPERATION,GOVT OF INDIA থেকে 250 জন আদিবাসী মহিলাকে ট্রেনিং দেওয়ার প্রস্তাব এসেছে, যা 15 দিনের মধ্যে প্রশিক্ষণ শুরু হবে এবং GOVT OF INDIA এর TRAINING COUNCIL থেকে CERTIFICATE প্রদান করা হবে। NSRICM-এর DIRECTOR Dr. K. I. MEETEI , AATI PUAL MUSHROOM( OPC ) PRIVATE LIMITED এর MANAGING DIRECTOR মি: অমরেশ মাহাত এর সাথে জঙ্গলমহলের স্বল্প শিক্ষিত আদিবাসী মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য যৌথভাবে মৌমাছি পালনের মাধ্যমে বিশুদ্ধ মধু তৈরির প্রকল্প চালু করে কৃষিজ সম্পদ বৃদ্ধির সহায়ক করা হবে। গ্রামের লোকাল সম্পদকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বল্প শিক্ষিত আদিবাসী মহিলাদের ক্ষুদ্র কুটির শিল্প উদ্দোগী তৈরি করে অর্থনৈতিক স্বনির্ভরতার যে লড়াই চালিয়ে যাচ্ছেন- তারজন্য AATI PUAL MUSHROOM ( OPC ) PRIVATE LIMITED এর MANAGING DIRECTOR মি: অমরেশ মাহাত কে NSRICM এর DIRECTOR Dr.K.I.MEETEI মহাশয় নিজ অফিস প্রাঙ্গনে সম্বর্ধনা দিয়ে জঙ্গলমহলে ক্ষুদ্র কুটির শিল্প গড়ার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে দাড়ালেন।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights