নিঃস্বার্থ, নিষ্কাম, কর্মযোগ ও ভক্তি মার্গে প্রতীক ১২৬ বছরের বয়সের জীবিত স্বামী শিবানন্দ বাবার একটি বই প্রকাশ করা হয় কলকাতা প্রেস ক্লাবে


শুভ ঘোষের রিপোর্টঃ বুধবার কলকাতা প্রেসক্লাবে মানুষের জন্ম নিঃস্বার্থ, নিষ্কাম, কর্মযোগ ও ভক্তি মার্গে প্রতীক ১২৬ বছরের বয়সের জীবিত স্বামী শিবানন্দ বাবার একটি বই প্রকাশ করা হয় কলকাতা প্রেস ক্লাবে। সানি শিবানন্দ বাবা ২১শে মার্চ ২০২২-এ পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। রাষ্ট্রপতি ভবনে (দরবার হলে) রাষ্ট্রপতি নিজের হাতে সম্মানিত করেন। 1896 সালে ৮ই আগস্ট খুবই গরীব ঘরে জন্ম গ্রহণ করেন। স্বামী শিবানন্দ বাবা দৈবকি উপায়ে রোগ মুক্তি ও সমস্যার সমাধানের উপায় মানুষের কাছে তুলে ধরেন এই বই প্রকাশের মাধ্যমে।

Shubho Ghosh’s report: A book by 126-year-old Swami Sivananda Baba, a 126-year-old survivor, symbolizing the birth of people at The Calcutta Press Club on The Selfless, Nishakam, Karma Yoga and Bhakti Marg was released at the Kolkata Press Club on Wednesday. Sunny Shivanand Baba was awarded the Padma Shri on 21st March 2022. The President honours himself at Rashtrapati Bhavan (Durbar Hall). He was born on August 8, 1896, in a very poor house. Swami Shivananda Baba showed people the ways to get rid of diseases and solve problems in a divine way by publishing this book.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights