সাড়ম্বরে উদযাপিত হলো সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের ৪৪ তম সমাবর্তন উৎসব ২০২২


ইন্দ্রজিৎ আইচঃ গত ১০ ও ১১ জুন ২০২২ শুক্রবার ও শনিবার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের ৪৪ তম বার্ষিক সমাবর্তন উৎসব। ১৯৭৬ সালের ২৩ শে জানুয়ারি এই সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে প্রতি বছর এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।সারা পৃথিবীতে এদের পাঁচ হাজার শাখা ও প্রায় পাঁচ লক্ষ ছাত্র ছাত্রী আছে। আন্তর্জাতিক স্তরে এই সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ একটি উল্লেখযোগ্য নাম। যা চিরাচরিত ঐতিহ্য-আধুনিকতা ও পরম্পরার সাথে এগিয়ে চলেছে সকলের সহযোগিতায়। এবারের এই সমাবর্তনে প্রথমদিন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই সমাবর্তনের শুভ সূচনা করেন সংস্থার সহ সভাপতি অধ্যাপিকা ড. অমিতা দত্ত। মঞ্চে উপস্থিত ছিলেন ড. থ্যাংকমুনি কুট্টি, ড মহুয়া মুখোপাধ্যায়, সংগীত পরিচালক কল্যাণ সেনবরাট, অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়, পন্ডিত সমর সাহা, মিতা নাগ, নাট্যকার চন্দন সেন,পন্ডিত অলক লাহিড়ী, নৃত্য শিল্পী কোহিনুর সেন বরাট,সংস্থার সম্পাদক কাজল সেনগুপ্ত, সহ সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত সহ আরো অনেক। অনুষ্ঠানে এবার কলামন পুরস্কার পেলেন তিন জনপ্রিয় নৃত্য শিল্পী ড. থ্যাংকমুনি কুট্টি, ড অমিতা দত্ত, ড মহুয়া মুখোপাধ্যায়। অনুষ্ঠানে প্রকাশিত হয় জনপ্রিয় অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় এর লেখা নিজের জীবন গ্রন্থ ” চলেছি আপন মনে”। এবং সেই সঙ্গে প্রকাশিত হলো ইন্দ্রজিৎ নারায়ণের পরিচালনায় সর্বভারতীয় পরিষদের একটি মিউজিক ডিভিডি।এর পর সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন রাজ্য ও জেলার পন্ডিত নগেন্দ্রমনি দাস, গুরু সংগীতা চাকী, গুরু অরূপ রঞ্জন ঘোষ রায়, ড চিত্তরঞ্জন মাইতি, শিল্পী উৎপল কর্মকার, শিল্পী নভোনীল চৌধুরী, শিল্পী সুজিত দাস, শিল্পী জয়দীপ ভট্টাচার্য বিভিন্ন শিল্পীদের। এই সংস্থার ছাত্র ছাত্রীদের মানপত্র প্রদান করেন বহু বিখ্যাত শিল্পীরা।দ্বিতীয়দিন অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা পরিবেশন করেন নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র ছাত্রীদের হাতে মানপত্র ও মেডেল তুলে দেন সংগীত শিল্পী অলোক রায় চৌধুরী, শমিক পাল,জয় শঙ্কর ও আবৃত্তিকার প্রবীর ব্রহ্মচারী। দুদিনের এই সমাবর্তন উৎসবে ১৫০০ ছাত্র ছাত্রীরা মানপত্র গ্রহণ করে, অনুষ্ঠানে ১৫০ জন প্রতিযোগী অনুষ্ঠানে পুরস্কৃত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের সম্পাদক কাজল সেনগুপ্ত। সমগ্র অনুষ্ঠান ভাবনা ও পরিকল্পনায় ছিলেন সংস্থার সহ সম্পাদক শান্তনু সেনগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবাশীষ বসু। ঐতিহ্য, আধুনিকতা ও আড়ম্বরের সাথে পালিত হলো দুদিনের ৪৪ তম সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের সমাবর্তন উৎসব।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights