নদীয়ায় মহা সমারোহে পালিত হলো নবদ্বীপের অন্যতম ঐতিহ্যবাহি মা পোড়ামার আবির্ভাব তিথি


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। পাশাপাশি মহা সমারোহে পালিত হলো নবদ্বীপের অন্যতম ঐতিহ্যবাহি মা পোড়ামার আবির্ভাব তিথি। যাকে ঘিরে সকাল থেকেই সাধারণ মানুষের ভীড় জমাতে শুরু করে মন্দির প্রাঙ্গনে। কথিত আছে আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপের আরাধ্য দেবী বিদগ্ধ জননী মা পোড়ামা। তীর্থ ভূমি নবদ্বীপবাসি সহ দেশ বিদেশের বহু ভক্তপ্রাণ মানুষ যেমন নিজেদের বিভিন্ন অনুষ্ঠানের দিনে প্রথমেই মা পোড়ামার পূজা দিতে ছুটে আসে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতালায়। তেমনি আজ এই নবদ্বীপের প্রাণ কেন্দ্র পোড়ামাতলায় মায়ের আবির্ভাব তিথিতে একই ভাবে মন্দির প্রাঙ্গনকে ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে সাজিয়ে তুলেছেন এবং শ্রী শ্রী জগন্নাথদেবের স্নান যাত্রা উপলক্ষে এদিন সকাল থেকেই চৈতন্যভূমি নবদ্বীপের এই মন্দিরে চলছে মায়ের বিশেষ পূজানুষ্ঠান। দেখা গেলো বহু মানুষ ভিড় জমিয়েছেন। মা পোড়ামা মন্দিরে আজ পুজো দিতে বহু মানুষের সমাগম হয়। মন্দিরে প্রধান পুরোহিত জানান আমরা পূর্ব পুরুষ থেকে শুনে আসছি আজকের দিনে মাকে ১০০ ঘড়া গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়, সাথে বিশেষ পূজার আয়োজন করা হয়, সেই রীতি মেনে আজও ঐতিহ্য বজায় রেখে চলে আসছে এই অনুষ্ঠান।

Gopal Vishwas, Nadia- Today is the bathing procession festival of Sri Sri Jagannath Dev. Besides, on the occasion of Maha Samaroh, the advent of one of the traditional mothers of Nabadwip, Bertama, is celebrated. Around which the crowd of common people started gathering in the temple premises since morning. It is said that on this day, the adorable goddess of Nabadwip, Mother Barama, the mother of the goddess of Navadweep, appeared. As many devotees of the country and abroad, including the pilgrimage land of Nabadwipbasi, on the day of their various ceremonies, first rush to offer the puja of Maa Burnma at Burnamala in the heart of Nabadwip. Similarly, today, on the occasion of the arrival of the mother at Baramatala, the heart of this Navadweep, the temple premises have been decorated with flower garlands in the same way and on the occasion of the bathing journey of Sri Sri Jagannath, a special puja of mother is going on in this temple of Chaitanyabhoomi Nabadwip since this morning. I saw a lot of people gathering. A large number of people gather to offer prayers at the Maa Barama temple today. The chief priest of the temple said, “We have been hearing from the ancestors that on this day, the mother is bathed with 100 pots of Ganga water, along with special pujas are organized, in keeping with that tradition, the ritual continues even today.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights