অভিনব উদ্যোগ মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের


মালদা: অভিনব উদ্যোগ মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। ইতিহাস প্রসিদ্ধ গৌড়ে শুরু হওয়া রামকেলি মেলায় জলছত্র এবং প্রাথমিক চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। বুধবার এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনিশ সরকার, এ এস আই অভিষেক তালুকদার, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক ভূপতি মন্ডল সহ অন্যান্যরা। এদিন সকাল থেকেই ঐতিহাসিক রামকেলি মেলায় রাজ্য সহ দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড় উপচে পড়েছে। মূলত দূর দূরান্ত থেকে আসা সেই সকল ভক্তদের জন্য এই জল ছত্র এবং প্রাথমিক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন এই শিবিরে উপস্থিত হয়ে নিজে হাতে ভক্তদের মধ্যে জল বিতরণ করতে দেখা যায় অতিরিক্ত পুলিশ সুপার অনিস সরকারকে।

Malda: A novel initiative of The Mahadipur C&F Agent Welfare Association. A watershed and first aid camp was organised at the Ramkeli Mela which started in the history renowned Gaur. Additional Superintendent of Police Anish Sarkar, ASI Abhishek Talukdar, Malda Zilla Parishad Education Officer Pratibha Singh, Mahadipur C&F Agent Welfare Association President Prasenjit Ghosh, Secretary Bhupathi Mondal and others were present at the formal inauguration of the camp on Wednesday. Since this morning, the historic Ramkeli Fair has been flooded with devotees from across the country and abroad, including the state. The water shed and first aid camps were organised mainly for those devotees who came from far and wide. Additional Superintendent of Police Anees Sarkar was seen distributing water among the devotees by himself at the camp.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights