ছবিসহ নুপুর শর্মাকে সমর্থনের পোস্টার নবদ্বীপের একাধিক রাস্তায় ও বাজার এলাকায়, যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে


গোপাল বিশ্বাস, নদীয়া :- নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জের উত্তাল গোটা দেশ। নদীয়াতে রণক্ষেত্র চেহারা নিয়েছিলো দুদিন আগেও, যা নিয়ে এখনো প্রশাসনের দুশ্চিন্তা কমেনি এতটুকু। তারই মধ্যে আবারও, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো বিজেপি নেত্রী নুপুর শর্মার সমর্থনে বজরঙ্গ দলের তরফে নবদ্বীপের একাধিক জায়গায় পোস্টারিং ঘিরে। সম্প্ৰতি দিল্লিতে নূপুর শর্মার পক্ষে পোষ্টার দেওয়ায় পুলিশ সেই পোষ্টার ছিঁড়ে দেয় ৷ যারা এই পোস্টার দিয়েছিল তাদের গ্রেফতার করা হয়। কিন্তু ধর্মীয় মেরু করণ এত সহজে থামার নয় ৷ এবার নূপুর শর্মাকেই হাতিয়ার করতে চলেছে বজরঙ্গ দল। হিন্দুত্ববাদের ধ্বজা তুলে ধরতে এবার পথে নামছে বজরঙ্গ দল। তবে এই নিয়ে সরগরম রাজনৈতিক মহল। নবদ্বীপ শহর তৃণমুল কংগ্রেস কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ পাল, বিজেপি সমস্ত দলই সাম্প্রদায়িকতার তাস খেলে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ভোটের স্বার্থে। প্রশাসনিক দৃষ্টান্তমূলক শাস্তির দরকার । বিজেপির নবদ্বীপ শহর উত্তর মণ্ডলের পক্ষ থেকে তন্ময় কুন্ডু বলেন, ভোটের স্বার্থে এ রাজ্যে তৃণমূল সংখ্যালঘুদের তোষামোদ করে এসেছে, তার ফল ভুগতে হচ্ছে এখন। সনাতনী রীতিনীতি ধর্মীয় আচার অনুষ্ঠানে তাদের যতরকম আপত্তি। জাকির নায়েক সহ বহু মৌলবী যে কথা বলেছেন,তার পূনরাবৃত্তি ভুল ব্যাখ্যা করে, সংখ্যালঘুদের খেপিয়ে সনাতনীদের উপর আক্রমণ চালাচ্ছে। নুপুর শর্মা ঠিক কি বলেছিলেন তা কতজন জানেন এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়েই যাচ্ছে।

Gopal Biswas, Nadia :- The whole country is outraged by Nupur Sharma’s controversial remarks. Two days ago, the battlefield in Nadia had taken a look, which has not diminished the administration’s concerns. In the meantime, again, the cause of the headache was the bajrang dal’s posters in support of BJP leader Nupur Sharma at several places in Nabadwip. The police tore the poster in favour of Nupur Sharma in Delhi and those who put up the poster were arrested. But the religious pole is not going to stop so easily. This time the Bajrang Dal is going to weaponize Nupur Sharma. The Bajrang Dal is now on its way to highlight the ravages of Hindutva. However, there is a lot of political debate about this. Syama Prasad Pal, president of the Nabadwip City Trinamul Congress Committee, is trying to disturb Bengal by playing the card of communalism by all parties in the interest of votes. Administrative exemplary punishment is required. Tanmoy Kundu, on behalf of the BJP’s Nabadwip Nagar Uttar Mandal, said that the Trinamool has been wooing the minorities in the state for the sake of votes, the consequences are now suffering. As much as they object to the traditional rituals of religious rituals. What many maulvis, including Zakir Naik, have said, misinterpreted and attacked the sanatanis by oppressing minorities. There remains enough questions as to how many know exactly what Nupur Sharma said.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights