সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে আনন্দধারা সভাগৃহে এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন


মানবাজার-১ নম্বর ব্লকের দুয়ারসিনিতে অবস্থিত সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে মানবাজার-১নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের আনন্দধারা সভাগৃহে এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষাক্ষেত্রের শ্রীবৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার বর্তমান দিনে কতটা প্রয়োজনীয় সেই বিষয়েই আজকের এই সেমিনার অনুষ্ঠিত হয়। “মেটাভার্স” পদ্ধতির মাধ্যমে ছাত্র ছাত্রীদের শিক্ষাদানের কাজ কিভাবে আরো সহজে করা যায় তারেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আজ। এই প্রযুক্তির মাধ্যমেই আমাদের চেনা গণ্ডির বাইরের জগতকে ভার্চুয়ালি রিয়েলিটির মাধ্যমে চাক্ষুষ করানো সম্ভব আজকের এই সেমিনারে তাই হাতে কলমে উপস্থিত বিশিষ্টজনদেরকে দেখানো হয়। দুয়ারসিনি শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অরিত্রম চ্যাটার্জী বলেন আগামী দিনে এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমার SDO সুভোজিৎ বসু SDPO বরুণ বৈদ্য মানবাজার-১ নম্বর ব্লকের BDO মনোজ কুমার পাহাড়ি দুয়ারসিনি আইটিআই কলেজের অধ্যক্ষ অরিত্র চট্টোপাধ্যায় ছাত্র-ছাত্রী এবং অন্যান্য বিশিষ্টজনেরা।

Dukhabhanjan paramanik from Purulia Manbazar : At the initiative of the Government Industrial Training Institute located at Duarsini in Manbazar-1 block, an interesting discussion meeting was organized at the Anandadhara Auditorium of the Joint Development Officer of Manbazar-1 block, Karan Anandadhara, the Joint Development Officer of Manbazar-1 block. Today’s seminar was held on how necessary the use of technology is in the present day to grow the education sector. How to do the work of teaching students through the “Metaverse” method more easily was formally inaugurated today. It is through this technology that it is possible to visualize the world outside our known boundaries virtually through reality, so in today’s seminar, the dignitaries present in the hands are shown. Principal of Duarsini Industrial Education Institute Aritram Chatterjee said that in the coming days, students of different schools will be trained through this system. Today’s function was attended by SDO Subojit Basu SDPO Of Manbazar Sub-Division Varun Baidya Bdo Manoj Kumar Pahari Duarsini ITI College, Manbazar-1 Block.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights