পিতৃ দিবস পালন


শুভ ঘোষের রিপোর্টঃ ১৮ই জুন বিশিষ্ট পুরুষ অধিকার কর্মকাণ্ড সংগঠন এবং আইসিসিআর-তে শিশু অধিকার সংস্থা যৌথভাবে পিতৃ দিবসের অনুষ্ঠানের আয়োজন করে । এই দিনটি একটি সন্তানের জীবনে পিতার তাৎপর্য এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে পিতা সন্তানদের দ্বারা বিভিন্ন হৃদয়হীন উৎসব সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি অল বেঙ্গল মেন্স ফোরাম, অল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়ন, রুদ্র ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার উদ্যোগে আয়োজন করা হয়। পিতাদের বিরুদ্ধে POCSO-র মতো বিভিন্ন আইনের অপব্যবহার নিয়ে তাদের সন্তানদের সাথে দেখা করার ক্ষেত্রে বাবাদের সমস্যাগুলির বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন WBCPCR এর চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী, দেবসহীত মেন অ্যাসোসিয়েশনের রাজর্ষি মজুমদার ও রাজিকা মজুমদার ও সাইকোলজিস্ট পরমা গুপ্তা। অনুষ্ঠানটি পরিচালনা করেন নন্দিনী ভট্টাচার্য।

Shubha Ghosh’s report: On June 18, the prominent men’s rights organisation and the child rights body at ICCR jointly organized the Father’s Day event. This day is discussed about the father’s significance in the life of a child and various heartless festivals by the father’s children in case of divorce. The event was organised by the All Bengal Men’s Forum, All India Brothers Union, Rudra Welfare Foundation, Socialist Bengal Men’s Front. The issues of fathers in meeting their children with regard to the misuse of various laws like POCSO against fathers were discussed in detail. Among the prominent guests present on the occasion were WBCPCR Chairman Ananya Chakravarty, Rajarshi Majumdar and Razika Majumdar of The Devsahit Men’s Association and psychologist Parma Gupta. The show was hosted by Nandini Bhattacharya.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights