সাইকো থ্রিলার কলিং বেল (Calling Bell); প্রকাশ পেলো পোস্টার ও টিজার ডিজিটাল; ২জুন


ইন্দ্রজিৎ আইচ ও শুভ ঘোষের রিপোর্টঃ বাড়ির দরজায় থাকা বেল সবসময় যে আনন্দের খবর নিয়ে আসে তা কিন্তু নয়। অনেক সময় নিয়ে আসে দুর্ঘটনা বা আতঙ্ক। ET এন্টারটেইমেন্টর স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ Calling Bell ‘ ঠিক এই জিনিসকে সামনে রেখেই তৈরি করা হয়েছে। ২০ জুন এই ছবির পোস্টার এবং টিজার প্রকাশ হয়ে পেলো কলকাতা প্রেস ক্লাবে। প্রযোজক তৃষা দাস, পরিচালক অরূপ সেনগুপ্ত । এই ছবিতে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, তৃষা দাস প্রমুখ। ছবিটির লেখক রণজিৎ দাস। জানা যায় এই ছবিটি হলো একটি সাইকো থ্রিলার ছবি। ছবির প্রতিটি ধাপে রয়েছে রোমহর্ষক প্লট এবং রয়েছে খুনের ঘটনা। ১৫ মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি দর্শকদের মন জয় করবেই আশাবাদী পরিচালক।

ছবির সকল কলাকুশলির উপস্থিতির মাঝেই ছবির প্রযোজক তৃষা দাস আরেকটি নতুন ঘোষণা করলেন। ফুটবল মানেই কলকাতা আর কলকাতা মানেই ফুটবল, তাই ফুটবলকে নিয়ে একটু অন্যভাবে চিন্তা করলেন তাঁরা। প্রাক্তন ইস্টবেঙ্গল এবং প্রাক্তন জাতীয় দলের ফুটবলার দীপঙ্কর রায়ের বায়োপিক তৈরি হবে যার নাম ‘ড্রিবেল’। এই ছবির পরিচালক অরূপ সেনগুপ্ত জানান বিগত দিনে যেসব বায়োপিক তৈরি হয়েছে তাতে দেখা গেছে মানুষ জীবনের সাথে কিভাবে লড়াই করে ছোট থেকে বিভিন্ন ধাপে ধাপে বড় হয়েছে। কিন্তু দীপঙ্কর রায়ের এই বায়োপিকে যেমন থাকবে তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো, তেমনই থাকবে বিভিন্ন সময় বিভিন্ন কারণের জন্য ফুটবলকে বিদায় দিয়েছেন এবং আবারো ফুটবলের টানেই ফিরে এসেছেন। অর্থাৎ জীবনের উঁচু-নিচু প্রত্যেকটি পর্যায়ে এই বায়োপিকে দেখানো হবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায় পরিচালক এবং প্রযোজককে অশেষ ধন্যবাদ জানান তার জীবন নিয়ে ভাবার জন্য। এছাড়াও প্রাক্তন ফুটবলার ষষ্ঠী দুলে এবং মেহতাব হোসেন প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন।

Reports of Indrajit Aich and Shubha Ghosh : The bell at the door of the house is not always the happy news that it brings. Many times there is an accident or panic. Et Entertainment’s short film ‘Calling Bell’ is made with just this in mind. On June 20, the poster and teaser of the film were released at the Kolkata Press Club. Producer Trisha Das and director Arup Sengupta. The film also stars Joy Sengupta, Trisha Das and others. The film is written by Ranjit Das. It is known that this film is a psycho thriller film. In every step of the film, there is a romantic plot and there is a murder case. The director is hopeful that this short film of 15 minutes will win the hearts of the audience.

Amidst all the cast of the film, the film’s producer Trisha Das made another new announcement. Football means Kolkata and Kolkata means football, so they thought about football a little differently. The biopic of former East Bengal and former national team footballer Dipankar Roy will be made titled ‘Dribble’.

The film’s director Arup Sengupta said that the biopics that have been made in the past few days have shown how people have struggled with life and grown up in different steps from small to step by step. But dipankar roy’s biopic will have the best moments of his life, as well as he has said goodbye to football for various reasons at different times and has returned to the football arena again. That is, every stage of life will be shown in this biopic. Former footballer Dipankar Roy, who was present at the event, thanked the director and producer for thinking about his life. Former footballers Shashthi Dule and Mehtab Hossain were also present here as chief guests.

 

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights