কলকাতার দ্য প্রাক গ্যালাক্সি হোটেলে অনুষ্ঠিত হল ৩৮১ তম ফ্যাশন-লাইফ ষ্টাইল মেলা


শুভ ঘোষের রিপোর্টঃ  কলকাতার দ্য প্রাক গ্যালাক্সি হোটেলে অনুষ্ঠিত হল ৩৮১ তম ফ্যাশন-লাইফ ষ্টাইল মেলার শুভ উদ্বোধন । দু’দিনব্যাপী এই মেলার উদ্যোক্তা ফেয়ার মিডিয়া ইন্ডিয়ান ডিজাইনার্স হাট কলকাতা। হার স্টোরি দু’দিনব্যাপী এই প্রদর্শনীতে আছে শৈল্পিক ও অনন্য রেঞ্জ ফিউশন ডিজাইনার পোশাক, ম্যুরাল, হস্তশিল্প প্রদর্শনী ইন্ডিয়ান ডিজাইনার পোশাক উপহার সামগ্রী অলংকার লিলেন হস্তশিল্প শিল্পদ্রব্য মাটির তৈরি সামগ্রী কাঠ খোদাই কিউরিও, ক্রিস্টাল চর্ম ও পাটজাত দ্রব্য, সেরামিক ও আরো অনেক কিছু।ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস চ্যাটার্জী বলেন অংশগ্রহণকারীদের প্লাটফ্রম তৈরি করে দেওয়া ওনার উদ্দেশ্য তিনি আরো বলেন বিলাসপুর, হায়দ্রাবাদ, রাঁচি, ইন্দোর, নাগপুর মুম্বাই ,শিলিগুড়ি বিভিন্ন শহরের অংশগ্রহণকারী এখানে এসেছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সুদীপা চ্যাটার্জী প্রদর্শনীটি আলোকিত করেন ।

Shubho Ghosh’s report: The 381st Fashion-Life Style Fair was inaugurated at The Pre-Galaxy Hotel in Kolkata. The organizer of the two-day fair is Fair Media Indian Designers Haat Kolkata. The two-day exhibition of Har Story includes artistic and unique range fusion designer clothing, murals, handicrafts exhibition Indian designer clothing gift materials ornaments lillen handicraft artifacts made of clay wood carving curio, crystal leather and jute products, ceramic and much more.Managing Director Debashis Chatterjee said that his aim is to prepare the platform of the participants and also said that the participants from different cities of Bilaspur, Hyderabad, Ranchi, Indore, Nagpur, Mumbai, Siliguri have come here and sudeep chatterjee lit up the exhibition as a special guest on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights