নান্দীমুখ সংস্কৃতি কেন্দ্র এক অপূর্ব সন্ধ্যা উপহার দিল


শুভ ঘোষের রিপোর্টঃ নান্দীমুখ সংস্কৃতি কেন্দ্র এক অপূর্ব সন্ধ্যা উপহার দিল ২৫শে জুন,২০২২ একটি মূল্যবান গ্রন্থ প্রকাশের মধ্যে দিয়ে……যে গ্রন্থটির নাম… “রবীন্দ্রনাথ : প্রবন্ধ পরিচিতি” এবং রচয়িতা সুধা বসু । অনুষ্ঠান আলোকিত করেছেন অধ্যাপিকা কবি কৃষ্ণা বসু, অধ্যাপক শিবাজি প্রতীম বসু, বিচারপতি অসীম ব্যানার্জি এবং আরো অনেকে ! রবীন্দ্রনাথের সমগ্র প্রবন্ধ এই বইটিতে সংকলিত করা হয়েছে শুধু তাই নয়….., কোন সময় লিখেছিলেন, তার সামাজিক প্রতিক্রিয়া কী হয়েছিল, তাঁর রচনাশৈলী এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের অভিমতও এই বইটিতে তুলে ধরা হয়েছে ! শিক্ষাবিধ পবিত্র সরকারের মতে এ এক স্বতন্ত্রধর্মী অভিনব প্রচেষ্টা যা জনসাধারণের কাছে অভিনন্দিত এবং গ্রহণযোগ্য হবে বলে তিনি মনে করেন…! লেখিকা সুধা বসুর জন্ম কলকাতা মানিকতলায় ! কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ সেরে গ্রন্থজগৎ বা গ্রন্থাগার সম্পর্কে জানবার প্রচেষ্টায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরিয়ানসীপ পাস করে Indian Institute for the Cultivation of Science-এ কিছুদিন কাজ করার পর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতে শুরু করেন ! পরে Coal India Ltd.-এ সাতাশ বছর কাজ শুরু করেন ! পরবর্তীকালে বিশ্ব ভ্রমণের পথপ্রদর্শক হিসেবে সুযোগ পেয়ে সমগ্র বিশ্ব প্রায় একাধিকবার পরিভ্রমণ করে আসেন লেখিকা সুধা বসু ! মাত্র ৩৩ বছর বয়সে জীবনে যে অন্ধকার নেমে এসেছিল তখন রবীন্দ্রনাথ-ই তাঁর জীবনে একমাত্র আশ্রয় স্থল হয়ে উঠেছিলেন ! তাই এই দীর্ঘকালের প্রচেষ্টা…

Subho Ghosh’s report: The Nandimukh Cultural Centre presented a wonderful evening on June 25, 2022 with the release of a valuable book. The name of the book… “Rabindranath: Article Introduction” and authored by Sudha Basu. The event was illuminated by professor poet Krishna Bose, Prof. Shivaji Pratim Bose, Justice Asim Banerjee and many others! Rabindranath’s entire article has been compiled in this book not only…, but at some point he wrote, what was his social reaction, his style of writing and the opinions of experts are also highlighted in this book! According to the educational holy government, this is a uniquely innovative effort which he thinks will be appreciated and acceptable to the public…! Writer Sudha Bose was born in Maniktala, Kolkata! After studying at The University of Calcutta, he passed the Librarians’ Council from Jadavpur University and after working for some time at the Indian Institute for the Cultivation of Science, he started teaching in high school. Later, he started working at Coal India Ltd. for 27 years. Later, writer Sudha Bose travelled the whole world almost several times after getting the opportunity to guide the world travel! Rabindranath became the only refuge in his life when the darkness that came down in his life at the age of 33! This is a long-term effort…

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights