পালক থেকে প্রকাশিত হলো জিভে জল, রূপকথার চুপকথারা, একশ শতাব্দী পেরিয়ে যাবে তিনটি বই


ইন্দ্রজিৎ আইচঃ পালক প্রকাশন থেকে প্রকাশিত হলো তিনটি ছোট আলাদা ধরণের বই। প্রথমটি হলো জিভে জল অভিনব রান্নার সম্ভার। লিখেছেন মিতালী দত্ত। 61 রকমের রান্না আছে এই বইতে আমিষ ও নিরামিষ মিলিয়ে। ভেতরে রান্নার কালার ছবি দিয়ে বই টা করা হয়েছে। সব ধরনের রান্না রয়েছে। যারা রান্না করতে ভালোবাসে বা যারা রান্না করে খাওয়াতে ভালোবাসেন বা যে খেতে ভালোবাসে তাদের জন্য মিতালী দত্তর লেখা এই বই অবশ্যই কিনতে হবে। এক কথায় অসাধারণ একটি রান্নার বই “জিভে জল”। পালক থেকে প্রকাশিত এই বইয়ের দাম মাত্র 60 টাকা।

দ্বিতীয় বই টি লিখেছেন সুষ্মেলী দত্ত। বইয়ের নাম রূপকথার চুপকথারা। লেখিকা এই বইতে রূপ কথার বিভিন্ন বর্ণনা করেছেন। কোন পুজোয় কি রকম সাজবেন। কোন ঋতুতে কি পোশাক, কি মেকআপ করবেন, আপনার ত্বক, আপনার স্কিন এর জন্য কি কি দরকার সব বিস্তারিত ভাবে লেখা আছে। 47 পাতার এই বইটা কিনে নিতে পারেন আপনার রূপ চর্চা জন্য। নিজেকে সাজিয়ে তুলুন ও নিজের ত্বক এবং শরীর সুরক্ষিত রাখুন। এই বইটা মহিলাদের জন্য খুব দরকার। পালক থেকে প্রকাশিত এই বইয়ের দাম মাত্র 90 টাকা।

তৃতীয় যে বই টি র কথা আপনাদের বলবো সেটি হলো একশ শতাব্দী পেরিয়ে যাবে এই কবিতার বই টি লিখেছেন পায়েল হালদার।31 পাতার এই ছোট্ট বইতে পায়েল লিখেছেন 18 টি কবিতা। ভালো লাগে আঁধার সুখ, বিসর্জন, দেখা হলে, অচল চেতন, অভিসারিকা সহ বেশ কিছু কবিতা। এই বইটিতে তপন রায় এর প্রচ্ছদ নজর কারে। পালক থেকে প্রকাশিত এই বইয়ের দাম 60 টাকা মাত্র।

Indrajit Aich: Three small types of books have been published from Palak Prakashan. The first is the unique cooking of water in the tongue. Written by Mitali Dutta. There are 61 types of cuisines in this book, including vegetarian and non-vegetarian. The book is done with a picture of the cooking color inside. There are all kinds of cuisines. For those who love to cook or those who love to cook and eat or who love to eat, this book written by Mitali Dutta is a must buy. In a word, a wonderful cookbook “Water in the Tongue”. The price of this book published from Palak is only Rs 60.

The second book has been written by Sushmeli Dutta. The name of the book is fairy tales. The author describes various words in this book. How do you dress up in a place? What clothes in any season, what makeup to do, your skin, what you need for your skin are all written in detail. You can buy this 47-page book for your practice. Decorate yourself and protect your skin and body. This book is very much needed for women. This book, published from Palak, costs only Rs 90.

The third book that I will tell you about is that this book of poems will go back a hundred centuries is written by Payal Haldar. In this short book of 31 pages, Payal has written 18 poems. I like the joy of darkness, the sacrifice, when seen, the immovable chetan, the avisarika and a number of poems. Tapan Roy’s cover in this book is noticed. This book, published from Palak, costs only Rs 60.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights