হিন্দুস্তান কপার লিমিটেড আন্তর্জাতিক যোগা দিবস ২০২২ উদযাপন করল


কলকাতা, জুন ২০২২: কেন্দ্রীয় খনি মন্ত্রকের অধীন হিন্দুস্তান কপার লিমিটেড, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই), ন্যাশনাল অ্যালুমিনিয়াম কম্পানি লিমিটেড (ন্যালকো), ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস (আইবিএম), এবং মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড- এই পাঁচ সংস্থার কর্মীরা এক যোগে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনে ব্রতী হন। এই পাঁচ সংস্থার পাঁচ শতাধিক কর্মী-আধিকারিকেরা একত্রিত হয়ে যোগাসন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচসিএলের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার শুক্লা, ডিরেক্টর অপারেশন সঞ্জয় পাঞ্জিয়ার, ডিরেক্টর মাইনিং সঞ্জীব কুমার সিং সহ সকল পদস্থ আধিকারিকেরা। অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগ দিবসের অনুষ্ঠান মাইসোর থেকে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হয়। কেন্দ্রীয় খনি মন্ত্রী প্রহ্লাদ যোশীর লিখিত বার্তা পাঠ করেন অরুণ কুমার শুক্লা। তাঁর ভাষণে এই বছরের যোগা দিবসের ভাবনা ও মানবতার জন্য যোগাসনের ব্যখ্যা করেন। বিশিষ্ট যোগাসন পরিচালকের তত্বাবধানে ও কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের নির্দেশিকা মেনে উপস্থিত সকলে বেশ কিছু যোগ ব্যয়াম করেন। যোগ দিবসের বার্তা ও দেহ মনের বিকাশে যোগাসনের ভূমিকা নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে একটি প্রভাত ফেরিও হিন্দুস্তান কপার লিমিটেডের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকা পরিক্রমা করে।Kolkata, June 21, 2022: Employees of the five companies – Hindustan Copper Limited, Geological Survey of India (GSI), National Aluminium Company Limited (NALCO), Indian Bureau of Mines (IBM), and Mineral Exploration and Consultancy Limited – under the Union Ministry of Mines, took part in the celebration of International Yoga Day in one go. More than 500 employees and officers of these five companies came together to perform yoga asanas.
The event was attended by all senior officials including HCL Chairman Managing Director Arun Kumar Shukla, Director Operations Sanjay Panjiar, Director Mining Sanjiv Kumar Singh.
The Prime Minister’s address was broadcast from Mysore, the Central Yoga Day function on the occasion. Arun Kumar Shukla read out the written message of Union Minister for Mines Pralhad Joshi. In his address, he explained the idea of this year’s Yoga Day and yoga asanas for humanity. Under the supervision of the eminent yoga director and following the guidelines of the Union Ministry of AYUSH, all those present spent several yoga sessions. In order to raise public awareness about the message of Yoga Day and the role of yoga asanas in developing the body mind, a Prabhat Ferry also toured the area adjacent to the central office of Hindustan Copper Limited.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights