১২৬ বছরের তরতাজা স্বামী শিবানন্দ মহারাজকে সম্বর্ধনা কলকাতায়


ইন্দ্রজিৎ আইচঃ ১২৬ বছর বয়সে এখনও ঝকঝকে তরতাজা স্বামী শিবানন্দ মহারাজ। যোগার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গত মার্চে পদ্মশ্রী  সম্মানে ভূষিত হয়েছেন ১২৬ বছরের স্বামীজি। পুরস্কার গ্রহণের মঞ্চে তাঁকে হাতজোড় করে নমস্কার করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী পদ্ম পুরস্কার বিজয়ীকে নাগরিক সংবর্ধনা জানাল শহর কলকাতা। বৃহস্পতিবার কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে স্বামীজিকে সম্বর্ধনা জানানো হয় বারানসীর শিবানন্দ আশ্রমের ভক্তবৃন্দের পক্ষ থেকে।সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচারের অধ্যক্ষ স্বামী সুপর্নানন্দ মহারাজ, রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষ ও স্বামী শিবানন্দ বাবার ভক্তকুল। শিবানন্দ বাবা নিজেই এই ১২৬ বছর বয়সেও স্টেজে উঠে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, নিয়মিত শরির চর্চা ও যোগের মাধ্যমেই যে দীর্ঘজীবী হওয়া যায় শিবানন্দ বাবা তার এক উদাহরণ। তিনি বাবার দীর্ঘায়ু কামনা করেন। শিবানন্দ বাবা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তিনি নিয়মিত যোগ চর্চার মাধ্যমেই এত বছর বেঁচে আছেন ৷ তাই প্রত্যেক মানুষকে নিরোগ ও দীর্ঘায়ু হতে নিয়মিত যোগাভ্যাসের আবেদন করেন তিনি। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সঞ্জয় সর্বজ্ঞ বলেন,  বাবাজি তাদের কাছে অনুপ্রেরণা ৷ তাকে সম্বর্ধনা জানাতে পেরে তারা খুবই খুশি।

Indrajit Aich: Swami Shivanand Maharaj is still shining at the age of 126. The 126-year-old Swamiji was honoured with the Padma Shri in March for his outstanding contribution to the field of yoga. Prime Minister Narendra Modi greeted him with folded hands on the stage of receiving the award. This time, the city of Kolkata gave a civic reception to the oldest Padma Award winner in the history of the country. Swamiji was felicitated at a function at Rabindra Sadan in Kolkata on Thursday by the devotees of Shivanand Ashram in Varanasi.
Among those present on the occasion were Swami Suparnananda Maharaj, Principal, Golpark Ramakrishna Mission Institute of Culture, State Agriculture Minister Sobhandev Chattopadhyay and many eminent people and devotees of Swami Sivananda Baba. Even at the age of 126, Shivanand Baba himself stood up on the stage and inaugurated the event by lighting a lamp and chanting vedic mantras. Minister Shovondeb Chattopadhyay said Sivananda Baba is an example of the long life that can be lived through regular shari practices and yoga. He wishes his father a long life. Replying to questions from reporters, Shivanand Baba said that he has been living for so many years through the practice of yoga regularly, so he appealed to every person to practice yoga regularly to become healthy and long-lived. Sanjay Sarvangya, one of the organizers of the event, said that Babaji is an inspiration to them and they are very happy to welcome him.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights