আসন্ন ইদ-উল-জোহা ও রথ-যাত্রা উপলক্ষে খড়গ্রামের বালিয়াতে শান্তি বৈঠক


রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : সামনে ইদ-উল-জোহা ও রথ-যাত্রা। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের অফিসে প্রতিটি গ্রামের সদস্য ও সদস্যারা ও গ্রামবাসীদের নিয়ে শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন কান্দী মহকুমার সার্কেল ইন্সপেক্টর সৌমো বন্দ্যোপাধ্যায়, খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি, বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শাশ্বত মুখার্জী, সম্প্রীতির বাতাবরণ বজায় রেখে ইদ-উল-জোহা ও রথ-যাত্রা দিন উচ্চ স্বরে মাইক বাজানো ও মদ্যপান থেকে বিরত থাকার জন্য বিভিন্ন গ্রামবাসী ও সদস্যরা ও সদস্যারা একমত হয়েছেন। উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে পুলিশ আধিকারিকরা বলেন ওই এলাকার মানুষদের সচেতন করার বার্তা দেওয়ার পাশাপাশি আশ্বস্ত করা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা সবরকম সহযোগিতা করবেন। খড়গ্রাম থানার ফোন নাম্বারে যে কোন সমস্যার জন্য ফোন করলেই পুলিশ গিয়ে সেখানে হাজির হবে। এবারেও পেট্রোলিং এবং পুলিশের টহলদারীর কথা বলেন। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি ইদ-উল-জোহা ও রথ-যাত্রার দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখাটাই এদিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল। উপস্থিত গ্রামবাসী, সদস্য ও সদস্যারাও তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।

Rajendra Nath Dutta: Murshidabad: Eid-ul-Zoha and Rath Yatra ahead. A peace meeting was held on Monday with members and members of each village and villagers at the office of Ballia gram panchayat under Khargram police station of Kandari subdivision of Murshidabad district. The peace meeting was attended by Circle Inspector of Kandai sub-division Soumo Banerjee, Police Officer in charge of Khargram police station Supriya Ranjan Majhi, Balia gram panchayat chief Gokul Ghosh, eminent social worker Shashwat Mukherjee, maintaining an atmosphere of harmony and various villagers and members and members agreed to refrain from playing mikes and drinking in high voice during id-ul-zoha and rath-yatra days. Addressing the villagers present, police officials said they would extend all possible cooperation to the people of the area to create awareness as well as to reassure and maintain peace and order. If you call the phone number of Khargram police station for any problem, the police will go and appear there. This time too, he talked about patrolling and police patrolling. Maintaining peace and order on the day of Eid-ul-Zoha and Rath Yatra was the main theme of the meeting. The villagers, members and members present also made their valuable statements.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights