অনুষ্ঠিত হলো চার্লস কোরিয়ার স্বরণে পঞ্চম বার্ষিক মেমোরিয়াল লেকচার


ইন্দ্রজিৎ আইচঃ প্রতিবছরের মতন এ বছরও অর্থাৎ গত ২৫ শে জুন শনিবার সল্টলেক সেক্টর ফাইভে আম্বুজা নেইটিয়া হাউসে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক আর্কিটেক্ট চার্লস কোরিয়ার স্বরণে পঞ্চম বার্ষিক মেমোরিয়াল লেকচার ২০২২। এই অনুষ্ঠানের আয়োজক ছিলো আম্বুজা নেওটিয়া গ্রুপ। এইদিন প্রদীপ জ্বালিয়ে এই মেমোরিয়াল লেকচার এর শুভ সূচনা করেন আম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, দুলাল মুখার্জী, সি অঞ্জলেনদ্রণ, কে টি রবিনদ্রণ । উদ্বোধনী ভাষণে শ্রী নেওটিয়া বলেন আর্কিটেক্ট-এর জগতে পৃথিবী বিখ্যাত মানুষ ছিলেন। চার্লস কোরিয়া । তাঁর কাজ, তার জীবন কে আমরা আগামী প্রজন্মের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে আরো ছড়িয়ে দিতে চাই। নিউ দিল্লির প্রফেসর কে টি রবিন্দন বলেন চার্লস কোরিয়া গোয়া ডোনা পাউলা, কলা একাডেমি, দিল্লীর ব্রিটিশ কাউন্সিল, জীবন ভারতী এল আই সি বিল্ডিং, ভুপালের বিধান ভবন, ভারত ভবন, জয়পুরের ঝাওয়ার কলা কেন্দ্র, পুনের গান্ধী সমাধি, মধ্যপ্রদেশের সাচী স্তূপ, মহারাষ্ট্রর সালভাকা চার্চ, দাদার, কেরালা পিটার এন্ড সেন্টপল চার্চ, পারুমলা,কলকাতার সিটি সেন্টার এক ও দুই এছাড়া বিদেশে বার্লিন এবং কগনেটিভ সায়েন্স, নিউ ইয়ার্ক এ ইউ এস এ তে ইন্ডিয়া এমবাসী সেন্টার তাঁর আর্কিটেক্টে বানানো হয়েছে। তার এই কাজ চিরকালের বিশ্ব সেরা হয়ে থাকবে। শ্রীলঙ্কার কলম্বোর প্রফেসর সি অঞ্জলেনড্রন বলেন ৪৪ বছর ধরে চার্লস কোরিয়া নানা দেশে নানা ধরণের আর্কিটেক্ট এর কাজ করেছেন। যে এক বিশ্ব ইতিহাস বহন করে চলেছে। নতুন যারা এই কাজে বা এই পেশায় এসেছেন বা আসছেন তারাও চার্লস কোরিয়ার পথ অনুসরণ করবে। এই ফাউন্ডেশন তার আদর্শ বজায় রেখে কাজ করে যাবে প্রতি বছর এটাই আমার বিশ্বাস।

Indrajit Aich: Like every year, this year too, on Saturday, June 25, the Fifth Annual Memorial Lecture 2022 was held in the evening at The Ambuja Naitia House in Salt Lake Sector 5. The event was hosted by the Ambuja Neotia Group. On this day, the memorial lecture was inaugurated by The Chairman of Ambuja Neotia Group Harsh Vardhan Neotia, Dulal Mukherjee, C. Anjanedran, K.T. Raveendran.
In his inaugural address, Mr. Neotia said he was a world famous man in the world of architects. Charles Korea. We want to further spread his work, his life to the coming generations through this show. Professor K T Ravindan of New Delhi said Charles Korea Goa Dona Paula, Kala Academy, British Council of Delhi, Jeevan Bharti LIC Building, Vidhan Bhavan in Bhopal, Bharat Bhavan, Jhawar Kala Kendra in Jaipur, Gandhi Samadhi in Pune, Sachi Stupa in Madhya Pradesh, Salvaka Church in Maharashtra, Dadar, Kerala Peter and Saintpal Church, Parrumala, City Centre of Calcutta one and two, as well as Berlin and Cognitive Science abroad, The India Immigrant Centre at USA in New York has been built on his architect.
His work will forever be the best in the world. Professor C. Anjlendron of Colombo, Sri Lanka, said that for 44 years, Charles Correa has worked as an architect in different countries. A world that continues to carry on with history. Newcomers who have come or come to this job or this profession will also follow the path of Charles Korea. It is my belief that this foundation will continue to work in keeping with its ideals every year.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights