ইংরাজীতে ফেল করানো হয়েছে এই দাবীতে বিক্ষোভ বুলবুলচন্ডী আর এন আর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের


মালদাঃ ভালো পরীক্ষা দিয়েও তাদের ফেল করানো হয়েছে। এবারে পাশ করানোর দাবিতে মঙ্গলবার দুপুরে মালদা শহরের অতুল মার্কেট এলাকায় ডি আই অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন বুলবুলচন্ডী আর এন আর গার্লস উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা। তারা অভিযোগ করেন নিজের বিদ্যালয়ে এবারে পরীক্ষা হয়েছে। ভালো পরীক্ষা দিয়েছে তারা। সবকটি বিষয়ে ভালো নাম্বার এসেছে। অথচ দেখা যাচ্ছে ইংরেজি বিষয়ে তাদের ফেল করানো হয়েছে। বিদ্যালয়ের প্রায় ১০০ জন ছাত্রী হবে তারা। সকলকেই ইংরেজি বিষয়ে ফেল করানো হয়েছিল। অবিলম্বে তাদের পাশ করানো হোক। এই দাবি নিয়ে এদিন তারা ডিআই অফিসে বিক্ষোভ দেখান।

Malda: They have failed even with a good test. The class 12 students of Bulbulchandi R N R R Girls High School staged a protest in front of the DI office in Atul Market area of Malda town on Tuesday afternoon demanding that they be passed this time. They complained that the exam was held at their own school. They gave a good test. There are good numbers in all subjects. However, it appears that they have failed in English. There will be about 100 students in the school. All of them failed in English. Let them pass immediately. They protested at the DI office today demanding this.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights