আগামী ১৫ ই জুলাই মুক্তি পাবে সুদীপ দাস পরিচালিত ছবি ” কুলের আচার “


ইন্দ্রজিৎ আইচঃ কুলের আচার…. এ কুল সেই কুল নয়, এখানে সেই কুল মানে বংশ আর আচার মানে রীতি নীতি। এই নিয়ে আগামী ১৫ ই জুলাই মুক্তি পাবে পরিচালক সুদীপ দাশের ছবি “কুলের আচার”। এস ভি এফ এর ব্যানারে নির্মিত এই ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেলো সম্প্রতি নন্দনে। এক সাংবাদিক সম্মেলনে পরিচালক সুদীপ দাশ জানালেন সম্পূর্ণ পারিবারিক একটি মজার ও বাস্তব সমস্যার ছবি। ছবির প্রধান বিষয়টা হলো একটি মেয়ে সে তার বাপের বাড়িতে বড় হয়। লেখাপড়া শেখে, নিজের পায় দাঁড়ায়। তার বিয়ে হবার পর সে মানুষটা যখন শশুর বাড়িতে যায় তখন তাকে বলা হয় তার পদবিটা বদলাতে হবে। কিন্তু কেন? এই নিয়েই ছবির গল্প। একটি মেয়ে বিয়ের পর অন্য বাড়িতে গেলে সে কি বদলে যায়, তার জন্য বাপের বাড়ির পদবি বদলে দিতে হবে। আর কোনো আইন এখনো হয়নি যে বিয়ের পর পদবি বদলাতেই হবে। শশুর চায় পদবি বদলাক বৌমা। কিন্তু শাশুড়ি চায় না, মাঝখানে দোটানায় পরে যায় বেচারি বর অর্থাৎ তার ছেলেটি। সে মায়ের দিকে যাবে না বাবার দিকে না বউকে সাপোর্ট করবে, এই নিয়ে দারুণ এক মজার ছবি আসতে চলেছে আগামী ১৫ ই জুলাই কুলের আচার। এই ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রানী হালদার (শাশুড়ি মিতালী), নীল মুখার্জী (শশুর, প্রণোতোষ),
বিক্রম চট্টোপাধ্যায় (ছেলে, প্রিয়ম) এবং মধুমিতা সরকার (মিঠা)। সাংবাদিক সম্মেলনে সকল শিল্পীরা উপস্থিত ছিলেন। অভিনেত্রী ইন্দ্রানী হালদার জানালেন এই ছবিতে একটা সামাজিক বার্তা আছে। যেটা আজকের সমাজে মেয়েদের ক্ষেত্রে খুব বাস্তব সমস্যা। আশা করা যায় এই ছবিটা সমাজে ও মানুষের মনে আলাদা ছাপ ফেলবে। এই ছবিতে গান আছে তিনটি। গীতিকার, সুরকার প্রসেন জানালেন গান গেয়েছেন মাতিব, মধুবন্তী, ইমন চক্রবর্তী, ঐশী ও মৈনাক। ব‍্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন স‍্যাভি। ছবির কাহিনীটা লিখেছেন পরিচালক সুদীপ দাস নিজেই। সব মিলিয়ে এক পারিবারিক ছবি আসতে চলেছে আগামী ১৫ ই জুলাই শুক্রবার “কুলের আচার”।

Indrajit Aich: The rituals of the kul… This cool is not that cool, here that kul means clan and ritual means customs. Director Sudeep Das’s film “KULER ACHAAR ” will release on July 15. Produced under the banner of SVF, the trailer and music of the film was launched in Nandan recently. At a press conference, director Sudip Das said that the film is a fun and real family problem. The main thing about the film is a girl who grows up in her father’s house. Learn to write, stand up for yourself. When the man went to his father-in-law’s house after he got married, he was told that his surname had to be changed. But why? That’s the story of the photo. If a girl goes to another house after marriage, what changes does she have to change, for her the surname of the father’s house has to be changed. There is no law yet that the designation has to be changed after marriage. Mother-in-law wants to change the title. But the mother-in-law does not want to, in the middle of the door, the poor groom, that is, her son. He will not go to the mother, he will not go to the father or support the wife, a very funny picture about this is going to come on July 15. The film stars Indrani Haldar (mother-in-law Mitali), Neel Mukherjee (mother-in-law, Pranotosh), Vikram Chattopadhyay (son, Priyam) and Madhumita Sarkar (Mitha). All the artists were present at the press conference. Actress Indrani Halder says the film has a social message. This is a very real problem for women in today’s society. Hopefully, this picture will make a different impression on the society and in the minds of the people. There are three songs in this film. Lyricist and composer Prasen said the song has been sung by Matib, Madhuwanti, Iman Chakraborty, Aishe and Mainak. The bak ground music is composed by Savi. The story of the film has been written by director Sudip Das himself. All in all, a family picture is going to come out on Friday, July 15, “The Ritual of The Kule”.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights