ডুয়ার্স সিনেম্যাটিক প্রোডাকশানের তত্বাবধানে আয়জিত হতে চলেছে একটি এক্টিং এবং ফিল্ম মেকিং ওয়ার্কশপ


নিজস্ব প্রতিবেদনঃ ডুয়ার্স সিনেম্যাটিক প্রোডাকশানের তত্বাবধানে আয়জিত হতে চলেছে একটি এক্টিং এবং ফিল্ম মেকিং ওয়ার্কশপ, আগামী ১৭ জুলাই আলিপুরদুয়ারে। ওয়ার্কশপে উপস্থিত থাকছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বুবুন রায় এবং কমেডিয়ান নিখিলেস মন্ডল। উক্ত অনুষ্ঠানের আয়োজক তথা “ডুয়ার্স সিনেম্যাটিক প্রোডাকশান” কর্ণধার ভজন দাস জানিয়েছেন আলিপুরদুয়ারের মত একটি জায়গায় আমরা দীর্ঘদিন যাবৎ সিনেমা নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং আমাকে এই বিষয়ে সর্বদা সহযোগিতা করছে তিতাস ব্যানার্জী, আমরা চাই আরো মানুষ এগিয়ে আসুক সিনেমা থিয়েটার অভিনয় সম্পর্কে জানুক, তাই আমরা এই ওয়ার্কশপটি এরেন্জ করেছি, শেখার আগ্রহ অনেকের কিন্তু সুযোগ নেই তাই আমাদের প্রচেষ্টা। ভজন দাস এও জানান বুবুনদাকে এই বিষয়ে পাশে পেয়ে আমাদের কাজটা আরো সহজ হয়ে গেছে। এই প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক বুবুন রায় জানান পহার চায়ের বাগান তিস্তা জঙ্গল তার অতন্ত্য প্রিয়, তাই ডুয়ার্সে এক ডাকেই ছুটে যাচ্ছেন তিনি এও জানান পাহাড় না ডাকলে নাকি পাহাড়ে যাওয়া যায় না, তাই এই ডাককে তিনি উপেক্ষা করতে পারেননি, আমরা আমাদের সুত্র মারফত জানতে পারি ওয়ার্কশপের পরে পরেই রয়েছে ডুয়ার্সেই বুবুন রায় ও ভজন দাসের যৌথ উদ্যোগে একটি শর্ট ফিল্মের শুটিং। তারই এখন গল্প লিখতে তিনি ব্যাস্ত, তবে এ বিষয়ে জানতে চাইলে তিনি এক কথায় উত্তর দিয়েছেন ক্রমশ প্রকাশ্য। তাই আমাদের নজর রইল বুবুন রায় এবং ডুৃয়ার্স সিনেম্যাটিক প্রডাকশনের ওপর, আশা রাখছি আগামী কিছুদিনের মধ্যে আরো একটি শর্টফিল্ম উপহার পেতে চলেছে বাংলা সিনেমা প্রেমী দর্শক।

Self-report: An acting and filmmaking workshop will be held under the supervision of Dooars Cinematic Production in Alipurduar on July 17. The workshop will be attended by eminent film director Bubun Roy and comedian Nikhiles Mondal. Bhajan Das, the organizer of the event and director of “Dooars Cinematic Production”, said, “In a place like Alipurduar, we have been trying to work on cinema for a long time and titas Banerjee is always helping me in this regard, we want more people to come forward and know about cinema theatre acting, so we have arranged this workshop, many people are interested in learning but there is no opportunity so our efforts are there. Bhajan Das also said that it has become easier for us to have Bubunda on his side in this regard. In this context, film director Babun Roy said that the tea garden of Pahar Teesta Jungle is his favourite, so he is running to the Dooars on one call, he also said that if he does not call the hills or he cannot go to the hills, so he could not ignore this call, we came to know through our sources that after the workshop, there is a shooting of a short film jointly by Bubun Roy and Bhajan Das in Dooars. He is now busy writing his story, but when asked about it, he replied in one word that he is more and more public. So our eyes are on The Bubun Roy and The Dooars Cinematic Productions, hopefully the Bengali cinema-loving audience is going to get another short film in the next few days.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights