চিকিৎসকদের হাত ধরেই তৈরি হচ্ছে উডল্যান্ডসের ৭৫তম বৎসর গৌরবময় ইতিহাস


কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্টঃ আজ কোলকাতা প্রেসক্লাবে আয়োজিত হল উডল্যান্ডস সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। চিকিৎসার উত্তরাধিকার প্রজন্মের বয়ে চলেছে। ঐসব চিকিৎসকদের হাত ধরেই তৈরি হচ্ছে উডল্যান্ডসের ৭৫তম বৎসর গৌরবময় ইতিহাস । পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ১৯৪৮ থেকে ১৯৬২ সালে প্রবাদ প্রতিম চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। উডল্যান্ড সুপার ফেসিলিটি হসপিটালে চিকিৎসকের দিবসের দিন সংবর্ধনা সভা উপস্থিত ছিলেন উডল্যান্ড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও সি ও ডঃ রুপালি বাসু, ডক্টর মালতি পুরকাইত, সি ও ও রেডিওলজি প্রধান ডঃ সৌমিত্র ভট্টাচার্য, ইনভার্সিভ ক্যাডোলজির প্রধান চিকিৎসক ডক্টর প্রসূন মিত্র, ল্যাবরেটরি সার্ভিসের প্রধান ডক্টর মৈনাক চক্রবর্তী, ইনভেসিভ কার্ডিয়লজি প্রধান চিকিৎসক ডক্টর প্রসুন মিএ, woodlans হসপিটালের মেডিকেল ডেপুটি সুপারিন্টেডেন্ট ডঃ সৌমিত্র চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।

Shubho Ghosh’s report from Kolkata: The National Doctor’s Day was celebrated today from The Woodlands Super Speciality Hospital organized at the Calcutta Press Club. The legacy of medicine continues to flow through generations. The 75th year of woodlands’ glorious history is being created by the hands of these doctors. The former Chief Minister of West Bengal was born and died between 1948 and 1962. Dr. Rupali Basu, Managing Director and C.O. Dr. Rupali Basu, Managing Director of Woodland Hospital and Dr. Rupali Basu, Dr. Malati Purkait, Head of COO Radiology Dr. Saumitra Bhattacharya, Chief Doctor of Inverse Cadology Dr. Prasun Mitra, Head of Laboratory Services Dr. Moinak Chakraborty, Head of Laboratory Services Dr. Prasun Miah, Chief Doctor of Invasive Cardiology Dr. Prasun Miah, Dr. Prasun Mia, Medical Deputy Superintendent, Woodlans Hospital.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights