২০০ বছরের প্রাচীন কান্দীর লালাবাবুর রথ


নদীয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্টঃ প্রায় ২০০ বছর আগে মুর্শিদাবাদের কান্দির তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু নীলাচল পুরির আদলে কান্দি রাধাবল্লভ জিউর মন্দিরে রথ যাত্রার প্রচলন করেছিলেন, দীর্ঘ ২০০ বছর ধরে চিরাচরিত প্রথা অনুযায়ী কান্দির এই রথ উৎসব পালন হয়ে আসছে তবে সময়ের বিবর্তনে রথযাত্রা উৎসবে কিছুটা বদল এসেছে। আগে কান্দির রাজবাড়ি সংলগ্ন জগদীশ সিংহর বাড়িতে রথের পর আট দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হতো গণ্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি বানিয়ে তবে সেই মন্দির ভগ্নদশাতেই থাকার কারণে কান্দির রাধাবল্লভ জিউর মন্দিরের একটি পৃথক ঘরকে এই আট দিন অস্থায়ী গুণ্ডিচা মন্দির হিসেবে সাজানো হয় এবং সেখানেই বর্তমানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ বিরাজ করে। কথিত আছে কান্দির এই রথ দেখার জন্য শুধু কান্দিবাসী নয় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে গরুর গাড়িতে করে লোক আসত এবং রথের রশিতে টান দিত। রথযাত্রাকে কেন্দ্র করে চিরাচরিত প্রথা অনুযায়ী মন্দির প্রাঙ্গণে মেলা বসে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। দীর্ঘ দু’বছর অতিমারির কারণে কান্দি রাধাবল্লভ জিওর মন্দিরের রথযাত্রার অনুষ্ঠান স্থগিত ছিল, অতিমারি কাটিয়ে দীর্ঘ দু’বছর পর আবার রথযাত্রা হচ্ছে আর যার জেরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। বর্তমানে সিংহ পরিবারের নেই রাজত্ব নেই সেই জৌলুস, তবে কান্দি রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এই রথযাত্রা উদযাপনের জৌলুস আজও কমেনি।

Gopal Biswas’ report from Nadia: About 200 years ago, krishna chandra singh alias lalababu, the then king of Kandi of Kandi in Murshidabad, introduced the rath yatra in the temple of Kandi Radhaballav Jiur in the form of Nilachal Puri, this chariot festival of Kandi has been celebrated as per the tradition for 200 years, but there has been some change in the rath yatra festival in the course of time. Earlier, Jagannath, Balaram, Subhadra were kept for eight days after the chariot at Jagdish Singh’s house adjacent to rajbari in Kandi, jagannath, balaram, subhadra were kept as the gondicha temple i.e. masi’s house, but due to the fact that the temple was in ruins, a separate room of radhaballabh jiur temple in Kandi was decorated as a temporary gundicha temple for these eight days and it is there that the vigraha of Jagannath, Balaram, Subhadra now exists. It is said that to see this chariot of Kandi, not only the people of Kandi but also from different nearby villages used to come in bullock carts and pull the rope of the chariot. According to the traditional tradition around the Rath Yatra, the fair is held in the temple premises, this year was no exception. Due to the pandemic for two long years, the rath yatra ceremony of kandi radhavallabh gior temple was postponed, after two long years of the pandemic, the rath yatra is being held again and due to which the enthusiasm of the residents can be seen. At present, the Singh family does not have any kingdom, but the enthusiasm of celebrating this rath yatra under the initiative of the Kandi Rath Yatra Celebration Committee has not diminished even today.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights