“AMRA” অর্থাৎ “Ayush Medical Officers’ RBSK Association” যা শুধুমাত্র Rashtriya Bal Swastha Karjyakram বা RBSK এ কর্মরত সমস্ত আয়ুশ চিকিৎসকদের নিয়ে তৈরী হয়েছে ২০২১ সালে…


শুভ ঘোষের রিপোর্টঃ আজ Doctors’ Day তথা কবিরাজ যামিনী ভূষণ রায়ের জন্ম দিন এবং এবছর “শুভ রথযাত্রা”-এর সূচনা।
“AMRA” অর্থাৎ “Ayush Medical Officers’ RBSK Association” যা শুধুমাত্র Rashtriya Bal Swastha Karjyakram বা RBSK এ কর্মরত সমস্ত আয়ুশ চিকিৎসকদের নিয়ে তৈরী হয়েছে ২০২১ সালে । যা শুধু এই রাজ্যে নয় , দেশের সর্বোচ্চ পঞ্জীকরণ সংস্থান নীতি আয়োগ স্বীকৃত এখনো পর্যন্ত একমাত্র RBSK Doctors সংগঠন যা কর্মক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা, দাবিদাওয়া, সেগুলির যথোপযুক্ত সমাধান, RBSK এবং AYUSH এর উন্নয়ন তথা শ্রীবৃদ্ধি ও সঠিক বাস্তবায়নের চেষ্টায় নিরলস ভাবে কর্মরত। এর পাশাপাশি বিভিন্ন জনহিতকর কর্মসূচির মাধ্যমে সমাজের তৃণমূলস্তরে আয়ুশ চিকিৎসার প্রচার ও প্রসার ঘটানোও এই সংগঠনের লক্ষ্য।
RBSK কি কাজ করে / সমাজের কি উপকারে আসে ?
RBSK কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগের প্রকল্প পশ্চিমবঙ্গে ২০১৩ সাল থেকেই চলে আসছে যা আগে স্কুলহেল্থ প্রোগ্রাম নামে পরিচিত ছিল এবং এখানে বর্তমানে শিশুসাথী নামে পরিচিত। কদিন আগেই আপনারাই প্রায় ১০টি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছিলেন , রাজ্যে বিগত শুধু মাত্র একবছরেই ১৬০০ বাচ্চার হার্টে ফুটোর (জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি) অপারেশন হয়েছে। এই প্রকল্পে বর্তমানে এমন ৪৪ধরণের রোগ আছে , যা ০-১৮বছর পর্যন্ত একেবারে প্রাথমিক স্তর থেকে , অর্থাৎ হাসপাতালের প্রসূতি বিভাগ ,অঙ্গনওয়াড়ি কেন্দ্র , প্রাথমিক বিদ্যালয় , উচ্চমাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত খুঁজে বের করা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। সারাবছর ধরেই এই RBSK আয়ুশ চিকিৎসকরা নিরলস ভাবে এই কাজ করে চলেছেন ।
আমাদের রাজ্যে এই কাজে সব ব্লক ও মিউনিসিপালিটিতে মোট ৮২৮ টি Mobile Health Team-এ ১৬৫৬জন ডাক্তারবাবু এবং ৮২৮ জন ফার্মাসিস্ট ও সমসংখ্যক নার্স থাকার কথা। যদিও বর্তমানে অনেক পদ খালি রয়েছে।  ২০১৩ থেকেই প্রত্যন্ত গ্রামে গঞ্জে গাড়িতে বা নৌকায় ঘুরে ঘুরে এই পরিষেবা দেয়ার মাঝেই ৭জন RBSK আয়ুষ মেডিক্যাল অফিসারগণ অনেকগুলি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন কর্তব্যরত অবস্থাতেই । ভাগ্যক্রমে সবাই জীবিত আছেন ঠিকই কিন্তু বর্তমানে তাঁরা নানান প্রকার ওই দুর্ঘটনাজনিত শারীরিক সমস্যার কারণে ভুগছেন যদিও তা সত্ত্বেও ওনারা সরকারি দায়িত্ব পালন করছেন আজও যথাযোগ্য গুরুত্ব সহযোগে। আজ এখানে তাদের মধ্যে অনেকেই উপস্থিতও আছেন। যৌথ প্রকল্পের আওতাভুক্ত হলেও আমরা কোনো প্রকার সরকারি সহায়তা পাইনি।
ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজন সহকর্মীকে চাকুরীরত অবস্থায় হারিয়েছি রোগের কারণে যাদের পরিবারের অবস্থা এখন শোচনীয়। এছাড়াও অনেকেই এরমধ্যে Duty তে থাকাকালীন নানাসময় দুর্ঘটনার স্বীকার হয়েছে ও চরম ভুক্তভোগী। এমতাবস্থায় “AMRA” বিষয়টির প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা বিচার করে একটি সমাধানের আশু প্রচেষ্টা করছে। দেশের ৭টি রাজ্য যেমন- উড়িষ্যা , কেরালা , রাজস্থান ,হরিয়ানা , পাঞ্জাব , বিহার , দিল্লি UT তাদের রাজ্যের NHM কর্মচারীদের জন্য এমন ধরণের ইন্সুরেন্স এর ব্যবস্থা চালু করেছে। মাননীয় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে অনুরোধ করি বিষয়টি সহৃদয় হয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে MHT memberদের দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ সংক্রান্ত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য। New India Assurance এর সহযোগিতায় AMRAর উদ্যোগে RBSK Ayush Doctorদের কল্যাণে Accident Insurance Policy: ৩০লক্ষ টাকার দুর্ঘটনা জনিত মৃত্যু ও তৎসহ অঙ্গহানির ক্ষতি ঘটলে এই ইন্সুরেন্স লাভবান যাতে চিকিৎসকের পরিবার হয় তাই এই ব্যবস্থা। যা উপস্থিত ইন্সুরেন্স অধিকর্তারা বিশদে ব্যাখ্যা করবেন।

Today is Doctors’ Day and the birth anniversary of Kaviraj Jamini Bhushan Roy and the beginning of the “Shubh Rath Yatra” this year. “AMRA” means “Ayush Medical Officers’ RBSK Association” consisting of only Rashtriya Bal Swastha Karjyakram or RBSK’s all AYUSH doctors working in 2021. Not only in this state, but the country’s highest registration agency, niti aayog has so far recognised the only RBSK doctors organization which has been working tirelessly in the field of work to solve our various problems, demands, proper solutions, development of RBSK and AYUSH, growth and proper implementation. Apart from this, the organization also aims to promote and promote Ayush treatment at the grassroots level of the society through various philanthropic programs.

Does RBSK work/ What benefits society?
The RBSK Centre-state joint venture project has been going on in West Bengal since 2013 which was formerly known as the SchoolHealth Programme and is now known as ShishuSathi. A few days ago, you had published about 10 media reports that in the last one year alone, 1600 children in the state have undergone heart failure (congenital heart defect) operations. The scheme currently has 44 types of diseases that range from the primary level to the age of 0-18 years, i.e., up to the maternity department of the hospital, the anganwadi centre, the primary school, the higher secondary school, and the necessary treatment is provided. Throughout the year, these RBSK Ayush doctors have been doing this work relentlessly.

In our state, a total of 828 mobile health teams in all blocks and municipalities are supposed to have 1656 doctors and 828 pharmacists and an equal number of nurses. However, many posts are currently vacant. Since 2013, in the midst of providing this service in a car or boat in remote villages, 7 RBSK AYUSH medical officers have met with many accidents while on duty. Fortunately, everyone is alive, but now they are suffering from various types of accidental physical problems, although despite this, they are still performing their official duties with due importance. Many of them are here today. Although we are covered under the joint project, we have not received any kind of government assistance.

We have already lost a number of colleagues on the job because of the disease whose families are now in a miserable condition. Apart from this, many people have admitted to accidents at various times while on duty and suffered extreme victims. In such a situation, “AMRA” is making immediate efforts to find a solution, judging by the need and relevance of the issue. Seven states in the country such as Odisha, Kerala, Rajasthan, Haryana, Punjab, Bihar, Delhi UT have introduced such a system of insurance for NHM employees in their states. I request the Hon’ble Central Government and the State Government to take appropriate steps regarding compensation for accidental loss of MHT members by taking a serious note of the matter. Accident Insurance Policy for the welfare of RBSK Ayush Doctors under the initiative of AMRA in collaboration with New India Assurance: This system is the benefit of this insurance in case of accidental death of Rs 30 lakh and loss of limbs, so that the insurance is benefited so that the family of the doctor is benefited. Which will be explained in detail by the insurance officials present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights