মিলন মেলায় ১ থেকে ৩ রা জুলাই অনুষ্ঠিত হচ্ছে ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার ২০২২


ইন্দ্রজিৎ আইচঃ সায়েন্স সিটির পাশে মিলন মেলায় গত ১ জুলাই ২০২২ শুক্রবার থেকে শুরু হয়েছে ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার। এই মেলার উদ্বোধন করেন দ্য র‍্যায়াল থাই-এর কনসাল জেনারেল Acharapan Yavaprapas, রামকৃষ্ণ জয়সওয়াল (Honorary consul), সন্দীপ নানদরি (আই এ এস) তামিলনাড়ুর ট্যুরিজম ডিপার্টমেন্ট। সকলেই তাদের ভাষণে বলেন 2020-2021 ট্যুরিজমের খুব ক্ষতি হয়েছে করোনার জন্য। মানুষ আবার বেড়াতে যেতে শুরু করেছে। শুধু বেরোনো নয়, উচ্চ শিক্ষার জন্য, কাজের জন্য এমনকি চিকিৎসার জন্য মানুষ বাইরে যায়, এর জন্য টিকিট বুকিং থেকে হোটেল, খাওয়া থেকে গাড়ি সবটাই নির্ভর করে এই যারা আসেন ট্রাভেলের জন্য। এই ব্যাবসা সারা পৃথিবী জুড়ে হয় এমন কি বহু মানুষ এই পেশায় আছেন। এই বারের মেলায় অংশ নিয়েছে উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, আসাম, অন্ধপ্রদেশ, জম্মু, কাশ্মীর, পাঞ্জাব, ঝাড়খন্ড , ত্রিপুরা, সুন্দরবন , বাংলাদেশ সহ আরো অনেক স্টল । সব মিলিয়ে জমে উঠেছে টি টি এফ (ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার) ২০২২।

Indrajit Aich: The Travel and Tourism Fair started on Friday, July 1, 2022 at the Milan Mela next to Science City. The fair was inaugurated by Acharapan Yavaprapas, Consul General of The Royal Thai, Ramakrishna Jaiswal (Honorary Consul), Sandeep Nanderi (IAS) tourism department of Tamil Nadu. Everyone said in their speech that 2020-2021 tourism has suffered a lot due to Corona. People are starting to travel again. Not only do people go out for higher education, for work and even for medical treatment, for this, from booking tickets to hotels, from eating to cars, everything depends on these people who come for travel. This business takes place all over the world and many people are in this profession. Uttarakhand, Himachal Pradesh, Gujarat, Karnataka, Madhya Pradesh, Assam, Andhra Pradesh, Jammu, Kashmir, Punjab, Jharkhand, Tripura, Sundarbans, Bangladesh and many other stalls have participated in this year’s fair. All in all, the TTF (Travel and Tourism Fair) 2022 has come up.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights