রক্তদান শিবির


শুভ ঘোষের রিপোর্টঃ দক্ষিণ চব্বিশ পরগনা বেহালা কবিগুরু সরণি যুব সম্মিলনী ক্লাব একটি সমাজ সেবামূলক সংগঠন। আজ তারা মানুষের জীবন দানের সংকল্প নিয়ে এক রক্তদান শিবিরে আয়োজন করেন । আজকের এই রক্তদান শিবিরে ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন । এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন 18 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পারিষদ তারক সিং মহাশয় ও বিশিষ্ট সমাজসেবী জি,কে,বাজাজ মহাশয় যুব সম্মিলনী ক্লাবের সদস্য স্বপন মন্ডল, জয়ন্ত ভদ্র ,সংকর ভৌমিক বাপন দাস,সোমনাথ মন্ডল ,সুমিত বিশ্বাস সহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সংস্থা বিগত দিনে বহু মানুষের সমাজসেবার কাজ করেছেন দুস্ত ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সরঞ্জাম, চোখের ছানি অপারেশন, অ্যাম্বুলেন্স পরিষেবা খাদ্য , ঔষধ বিতরণ করে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেন। কবিগুরু সরণী যুব সম্মিলনী ক্লাব আগামী দিনের আরো অসহায় মানুষের পাশে থাকার তারা অঙ্গীকারবদ্ধ ।

Shubha Ghosh’s report: Behala Kaviguru Sarani Yuva Sammilani Club in South 24 Parganas is a social service organization. Today, they organized a blood donation camp with the resolve to give people their lives. At today’s blood donation camp, 75 blood donors donated blood. The function was inaugurated by the Mayor of Ward No. 18, Parshad Tarak Singh Sir and eminent social worker G.K., Bajaj Mahasaya Yuva Sammilani Club member Swapan Mandal, Jayanta Bhadra, Sankar Bhowmik Bapan Das, Somnath Mandal, Sumit Biswas and other prominent people of the area. The organization has worked in the social service of many people in the past days, always played a leading role by distributing study equipment, eye cataract operations, ambulance service food, medicines to the poor students. The Kaviguru Sarani Yuva Sammilani Club is committed to stand by the more helpless people of the day to come.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights