১লা জুলাই রথযাত্রার দিন মুক্তি পেলো সন্দীপ চৌধুরী পরিচালিত ছবি এরাও শত্রু


ইন্দ্রজিৎ আইচঃ এই মুহূর্তে টলিউডের সব থেকে বড় খবর সন্দীপ চৌধুরী পরিচালিত ছবি “এরাও শত্রু” দর্শকদের নজর করেছে। গত ১ লা জুলাই শুক্রবার রথযাত্রার দিন এই ছবি মুক্তি পেয়েছে। এক সাক্ষাৎকারে প্রয়াত বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র সন্দীপ চৌধুরী জানালেন এরাও শত্রু এক কথায় একটা মূল্য বোধের ছবি। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা আমার। চিত্র গ্রহণ, সম্পাদনা ও মিউজিক করেছেন রানা দাসগুপ্ত, শুভ্র রায় এবং পীযুষ চক্রবর্তী। এই ছবিতে চারটি গান আছে। গান গুলো খুব সুন্দর হয়েছে। এই ছবিতে দারুন অভিনয় করেছেন বিদিশা চৌধুরী, জিতু কামাল, জয় ভট্টাচার্য, রাজেশ শর্মা, গৌতম মুখার্জী, অরিজিৎ দত্ত , রাজু টক্কর, অপ্রতিম চ্যাটার্জী, চুমকি চৌধুরী, অমর রায়। সব মিলিয়ে সন্দীপ চৌধুরী পরিচালিত ছবি এরাও শত্রু সকলের দেখার মতন এক পারিবারিক ও মূল্য বোধের ছবি।Indrajit Aich: The biggest news in Tollywood right now is that sandeep chaudhary directorial ‘These are also enemies’ have caught the attention of the audience. The film was released on Friday, July 1, the day of rath yatra. In an interview, Sandeep Chaudhary, son of late famous director Anjan Chaudhary, said that they are also enemies and in a word, a film of value. The story, screenplay and direction are mine. The film has been taken, edited and composed by Rana Dasgupta, Shubhra Roy and Piyush Chakraborty. There are four songs in this film. The songs were beautiful. The film also stars Vidisha Chowdhury, Jeetu Kamal, Joy Bhattacharya, Rajesh Sharma, Gautam Mukherjee, Arijit Dutta, Raju Takkar, Aparam Chatterjee, Chumki Chowdhury, Amar Roy. All in all, the films directed by Sandeep Chaudhary are also a family and value-worthy film for everyone to see.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights