রথযাত্রা


দীপ মিস্ত্রির রিপোর্টঃ রথযাত্রা আমাদের দেশের একটি অন্যতম পার্বণ। আষাঢ় মাসের পূর্ণ দ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় প্রভু জগন্নাথের মন্দির আছে যেমন মায়াপুর (ইসকন) শ্রীরামপুর হুগলি, লিলুয়া হাওড়া, বেলুড় মঠ হাওড়া, খিদিরপর-কলকাতা, জোঁড়াসাঁকো-কলকাতা, মানিকতলা-কলকাতা, কাঁকুড়গাছি ফুলবাগান, কাশিপুর কলকাতা, এবং পশ্চিমবঙ্গের কলকাতায় খুব নিকটে বেলঘড়িয়াতে কামারহাটি পৌরসভার পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত ২০১৯ সালে সোমনাথ রায় চৌধুরীর দাঁড়া রথ তলা মহাপ্রভু জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা লাভ করে ও একটি কমিটি গঠিত হয়। এবার তার চতুর্থ বর্ষ । বেলঘরিয়া রথতলা , শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটি উদ্দগে এবং সোমনাথ রায় চৌধুরী উদ্দগে। এবছর ২০২২ সাল, ১ জুলাই রথযাত্রা উপলক্ষে অগণিত জনসমাগমে মুখরিত হল এই বাংলার বেলঘড়িয়া কামারহাটি পৌরসভার নিকটে রথ তলা থেকে প্রথম ঐতিহাসিক ৩০ ফুটের তিনটি কাঠের রথের, বেলঘরিয়া রথতলা জগন্নাথ মন্দির অবস্থিত। বি টি রোড সেখান থেকে এদিন রথ যথাক্রমে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা কে নিয়ে পাড়ি দেয় অস্থায়ী মাসির বাড়ি। কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ড নিকটে দুলাল নগর খেলার মাঠে। সাত দিন বাদে আবার তাঁদের নিজের বাড়িতে ফিরে আসবেন, বেলঘরিয়া রথতলা জগন্নাথ মন্দির এই রথ যাত্রায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের সভাপতি সুব্রত বকশি, বিধায়ক অর্জুন সিং, বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায়, বরানগর পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, বিধায়ক নির্মল ঘোষ, কামারহাটি পৌরসভার বিধায়ক মদান মিত্র, ব্যারাকপুর পুলিশ কমিশনার সি পি মনোজ কুমার ভর্মা, বেলঘারিয়া থানার বেলঘড়িয়া আই সি রতন চক্রবর্তী, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, কামারহাটি পৌরসভার প্রতিনিধিরা, কুশল চৌধুরী আরো অনেকে। বেলঘড়িয়া কামারহাটি পৌরসভার নিকটে রথ তলা, রথ তৈরি উচ্চতা সম্পন্ন শ্রী শ্রী জগন্নাথ প্রভুর ৩০ ফুট রথ তাতে ১৬ টি চাকা, শ্রী শ্রী বাসুদেব প্রভুর ২৭ ফুট এর তাতে ১৪ টি চাকা, সুভদ্রা দেবীর ২৫ ফুট এর ১২ চাকা, মোট তিনটি কাঠের রথের ৪২টি চাকা দিয়ে রথ তৈরি করা হচ্ছে। রথটির চারপাশে মোট ৩৩ টি বিভিন্ন দেবতার কাঠের খোদাই করা মূর্তি বসানো হচ্ছে। রথ তৈরি করার জন্য রাউরকেল্লা, পুরী, উড়িষ্যার গান্ধার জঙ্গল থেকে কাঠ আনা হয়েছে, মেহেগুনি, নিম, বাবুল, সাল আমান বাঁশ ভৌড়া কাঠের সংমিশ্রণে রথ তৈরি হচ্ছে। মোট ৩২০০ সো সি এফ টি কাঠ লাগে ও যারা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ তৈরি করেছেন তারা সবাই পুরি থেকে এসেছেন।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights