‘পরম্পরা’ ওড়িষী নৃত্য উৎসব


ইন্দ্রজিৎ আইচঃ ওড়িষী নৃত‍্যের পথপ্রদর্শক পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র এবং গুরু শ্রীমতি সংযুক্তা পানিগ্রাহীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে ৪জুলাই জ্ঞানমঞ্চ প্রেক্ষাগৃহে কলকাতার ওড়িষী ডান্সার্স ফোরাম প্রতিবারের মত এবারও মঞ্চস্থ করল পরম্পরা অনুষ্ঠানটি। শুধুমাত্র ওড়িষী নৃত‍্যের ব‍্যপ্তিই নয় গুরু শিষ‍্য পরম্পরার মাধ‍্যমে বরিষ্ঠ ওড়িষী নৃত‍্য শিল্পী যারা গুরুজীর আশীর্বাদ ধন‍্য তাঁদের দ্বারা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে তাদের নৃত‍্য প্রতিভাকে জনসমক্ষে স্বীকৃতি প্রদান করা এবং গুরুজীর নৃত‍্য নির্মীতি তরুণ নৃত‍্য শিল্পীদের দ্বরা দর্শক সমক্ষে পরিশীলিত ভাবে প্রদর্শণ করাই পরম্পরা অনুষ্ঠানটির মূল উদ্দেশ‍্য। নবীন শিল্পীদের উৎসাহিত করার জন‍্য শ্রেষ্ঠ প্রদর্শনকারীকে শ্রদ্ধাঞ্জলি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মাননীয় অতিথীদের মধ‍্যে উপস্থিত ছিলেন ডঃ মালবিকা মিত্র, গুরু অলকা কানুনগো, এবং ডঃ দীপাণ্বিতা হাজারি। অনুষ্ঠানের মূল পর্বে ঋত্বিকা দাশ এবং অনুলেখা নন্দী পরিবেশন করেন শান্তাকরম এবং সাবেরী পল্লবী। দেবলীনা দত্ত পরিবেশন করেন শঙ্করাভরণ পল্লবী এবং মানিক‍্যবীণা। অস্মিতা সেনগুপ্ত পরিবেশন করেন ওড়িয়া অভিনয় পথছাড়ি দে এবং স্বাগতম কৃষ্ণ। দিয়াসিনী গুহ পরিবেশন করেন পূর্ণাঙ্গ বরাদি পল্লবী এবং শ্রীতকমলা। চিরশ্রী ভান্ডারী উপস্থাপন করেন অভিনয় দেখ গো এবং নবদূর্গা। দেবদত্তা মান্না পরিবেশন করেন দশাবতার এবং পটদীপ পল্লবী। শুভশ্রী রায় পরিবেশন করেন হংসধ্বনী পল্লবী। সৃজনী ব‍্যানার্জী উপস্থাপন করেন অভিনয় মারে বাণ ধারা এবং মেঘ পল্লবী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীমতি নীলাদ‍্যূতি চৌধুরী। পৃষ্ঠপোষকতায় সাংস্কৃতিক মন্ত্রণালয়, ভারত সরকার এবং কেন্দ্রীয় সঙ্গীত নাটক আকদেমী। কৃতজ্ঞতা জ্ঞাপনে অশোক তপন, পরিচয় চক্রবর্তী, আশীষ কুমার দত্ত এবং ডঃ কৌশিকী চক্রবর্তী।

Indrajit Aich: As a mark of respect to The Padma Vibhushan Guru Kelucharan Mohapatra and Guru Smt. Samyukta Panigrahi, the pioneers of the Odissi ethnicity, the Odissi Dancers’ Forum of Kolkata staged the parampara programme on July 4 at the Gyan Manch auditorium, as usual. Not only the significance of the Odissi ethnic tradition, but also through the Guru Shishya Parampara, the main objective of the event is to promote the younger generation by inspiring the younger generation through the guru’s blessings, and to publicly acknowledge the anthropological artist of guruji and to showcase the views of the young ethnic artists in a sophisticated manner in the presence of the audience. Tributes are given to the best performers to encourage young artists. Dr. Malavika Mitra, Guru Alka Kanoongo, and Dr. Dipantha Hazari were among the dignitaries present on the occasion. In the main episode of the show, Rittika Das and Anullekha Nandi performed by Shantakaram and Saberi Pallavi. Devoleena Dutta performed by Shankaravaran Pallavi and Manikyavina. Asmita Sengupta performed odia acting pathchari de and welcome krishna. Diyasini Guha performed by the full-fledged Baradi Pallavi and Sritakamla. Chirashree Bhandari presents the performances Dekha Go and Navadurga. Devadutta Manna performed by Dasavatar and Patdeep Pallavi. Subhashree Roy performed by Hansdhwani Pallavi. The creative banarji is presented by the acting Mare Ban Dhara and Megh Pallavi. Smt. Niladyuti Chowdhury was present at the event. Sponsored by ministry of culture, government of India and central sangeet natak akdemi. Ashok Tapan, Identity Chakraborty, Ashish Kumar Dutta and Dr. Kaushiki Chakravarty in a token of gratitude.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights