সহজিয়া থিয়েটার ওয়ার্কশপ চলছে…


নিজস্ব প্রতিবেদনঃ বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, ছত্রিশগড়, আসাম, তেলাঙ্গানা, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ- ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মোট ২৬ জন নাট্যশিক্ষার্থীকে মিনিষ্ট্রি অফ কালচার- ভারত সরকারের উদ্যোগে ও পুর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে সাত (04.07.2022 – 10.07.2022) দিন ব্যাপী “সহজিয়া আবাসিক নাট্য কর্মশালা” সৃজনী শিল্পগ্রাম বোলপুর শান্তিনিকেতনে নাট্য প্রশিক্ষণ করাচ্ছেন সঙ্গীত নাটক অ্যাকডেমি পুরষ্কারপ্রাপ্ত ও অল্টারনেটিভ লিভিং থিয়েটারের কর্ণধার মাননীয় প্রবীর গুহ মহাশয়, অভিষেক দত্ত মহাশয় ও সোমা গিরি মহাশয়া।

Own report: Bengal, Bihar, Odisha, Jharkhand, Chhattisgarh, Assam, Telangana, Uttar Pradesh, Himachal Pradesh – A total of 26 theatre students from different states of India – The Ministry of Culture – initiated by the Government of India and organized by the Eastern Culture Centre, seven (04.07.2022 – 10.07.2022) day-long “Sahajiya Residential Theatre Workshop” is being trained in the creative art village of Santiniketan. Abhishek Dutt sir and Soma Giri sir.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights