করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই , করোনা টিকা নিতে সাধারণ মানুষের লাইন নদীয়ার নবদ্বীপ হাসপাতালে


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে করোনা ভ্যাকসিন নিতে ছুটে আসছেন সাধারণ মানুষেরা। এদিকে দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ধীরে ধীরে ফের বাড়ছে করোনার প্রকোপ। দেশের বেশ কিছু এলাকায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলছে। স্বাস্থ্য দফতর থেকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মাঝে করোনা প্রকোপ কমে যাওয়ায় একশ্রেণীর মানুষের মধ্যে ভ্যাকসিন নিতে অনীহা দেখা দিয়েছিল। গত কয়েকটা দিন ধরেই নবদ্বীপ হাসপাতালে ভ্যাকসিন কেন্দ্রগুলি ফাঁকা ছিলো। অধিকাংশ মানুষ প্রথম ডোজ নিয়েছেন। তবে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নিতে আগ্রহ প্রকাশ করছেন না বহু মানুষ। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে বলেই জনসাধারণের মধ্যে এমন অনিহা দেখা দিয়েছে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। তবে এদিন দেখা গেলো নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে শহর ও ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নিতে ভিড় করেছেন। তবে ভ্যাকসিনের কর্মসূচির ওপর জোর দিয়ে মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।

Gopal Biswas, Nadia-: The common people are rushing to the Nabadwip State General Hospital to get the corona vaccine. Meanwhile, the corona graph is once again on the rise in the country. The incidence of corona is slowly increasing. In many parts of the country, new cases of corona have been detected. It is advised to be vigilant from the health department. In the meantime, there was a reluctance among a class of people to take the vaccine due to the decrease in the incidence of corona. The vaccine centres at The Nabadwip Hospital were empty for the past few days. Most people have taken the first dose. However, many people are not interested in taking the second dose and booster dose. A section of doctors believe that such an absence has arisen among the public as the corona situation has become very normal. However, on this day, it was seen that people from different parts of the city and block thronged the Nabadwip State General Hospital to take the second dose and booster dose of corona vaccine. However, the district health department has taken the initiative to make people aware by emphasizing on the vaccine programme.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights