নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতালের রোগীর পুরনো বেড সহ অন্যান্য জিনিসপত্র বেআইনিভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ …


গোপাল বিশ্বাস, নদীয়া : নদীয়ার নবদ্বীপে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল এর পুরনো রোগীর বেড সহ বিভিন্ন সামগ্রী লরি ভর্তি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর উঠল শাসক দলের মদতপুষ্ট কয়েকজনের বিরুদ্ধে। নবদ্বীপ DYFI লোকাল কমিটির সম্পাদক বলেন আজ সকালে হাসপাতালের রোগীর পুরনো বেড সহ বিভিন্ন পুরনো জিনিসপত্র একটি লড়ি বোঝাই করে বিক্রি করে দেওয়ার প্রচেষ্টা চলছিল পরে হসপিটালে থাকা কয়েকজনের প্রচেষ্টায় সেই গাড়িটি আটকানো হয় । পরে তারা হাসপাতালে সুপারের কাছে জানতে চাইলে বলেন বিভিন্ন নিয়ম মেনেই এই বিক্রি করা হচ্ছে। পাশাপাশি তিনি আমাদের দুপুর নাগাদ আবার যেতে বলেছেন, কিন্তু কেন তা আমরা জানি না। তারা আরও বলেন সুপারের কাছে আমরা টেন্ডার কে পেয়েছেন বা টেন্ডারের নোটিশ দেখতে চাইলে সেটাও তিনি দেখাতে পারেন নি। আমরা এর পুর্ণাঙ্গ তদন্ত চাই এবং সরকারি সম্পত্তি বেআইনী ভাবে বিক্রির সাথে জড়িতদের শাস্তিও চাই। এ বিষয়ে হাসপাতালের সুপার বাপ্পা ঢালির সাথে যোগাযোগ করলে তিনি আমাদের জানান সমস্ত নিয়ম মেনে এই কাজ করা হচ্ছে।

Gopal Biswas, Nadia: It is alleged that lorries have filled and sold various items, including old patient beds, of The Nabadwip State General Hospital in Nabadwip, Nadia. The allegations were levelled against some of the ruling party’s backed men. The secretary of the Nabadwip DYFI local committee said that this morning there was an attempt to sell old items, including the old bed of the patient of the hospital, by loading a stick and selling it, after which the car was intercepted by the efforts of some people in the hospital. Later, when they asked the superintendent of the hospital, they said that the sale was being done according to various rules. Besides, he asked us to go again by noon, but we don’t know why. They also said that he could not show who we got the tender from the super or if he wanted to see the tender notice. We want a thorough investigation and also punish those involved in the illegal sale of public property. When contacted, hospital superintendent Bappa Dhali told us that this was being done in accordance with all the rules.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights