নদীয়ায় ফের বেপরোয়া অটোর ধাক্কায় গুুরুতর আহত এক বালক, রণক্ষেত্রের চেহারা, এলাকায় ভাঙচুর অটো, পথ অবরোধ স্থানীয়দের!


নদীয়া, গোপাল বিশ্বাস : ঈদের দিন পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নবদ্বীপের তেওরখালি সাইনবোর্ড এলাকায়। ভাঙচুর করা হয় অটো, জনরোষ থামাতে গিয়ে আহত হয় এক পুলিশ কর্মী। নদীয়ার কৃষ্ণনগর নবদ্বীপঘাট রাজ্য সড়কে তেহরখালী স্থানীয় বাসিন্ধারা রাস্তা অবরোধ করে, কারণ কৃষ্ণনগর থেকে একটি অটো নবদ্বীপের ঘাটের দিকে যাবার সময় তেহরখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল পড়ুয়া 10 বছরের সাইফুল শেখকে ধাক্কা মারে, কিশোরকে আশঙ্কা অবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

কৃষ্ণনগর নবদ্বীপঘাট সড়ক অবরোধ করে স্থানীয় বাসীন্ধারা তাদের দাবি আজ ঈদ ছোট ছেলেটি রাস্তায় উঠে পরে, সেই সময় ধাক্কা মারে অটো, নবদ্বীপঘাট কৃষ্ণনগর রুটে যে পরিমাণে অটো দৌরাত্ব বেড়েছে, তাতে স্থানীয় বাসিন্দারা প্রায় দুর্ঘটনার কবলে পড়ছে, দিনের পর দিন প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে, বেশকিছু সময় অবরোধ হয়ে থাকে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগরে যাবার একমাত্র সড়ক, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সাথে স্থানীয়দের বচসা হয়, এমনকি ঠেলাঠেলি হয়, তাতে এক পুলিশ কর্মী আহত হয় বলেও জানা যায়। যদিও কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকার মানুষের দাবি এই রুটে অটো দৌরাত্ব কমাতে হবে।
সামগ্রিক ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ প্রশাসন।

Nadia, Gopal Biswas: On the day of Eid, the face of the battlefield centered on the road accident took place in the Teorkhali signboard area of Nabadwip. The auto was vandalised and a policeman was injured while trying to stop the mob. Teharkhali local Basindra blocked the road on the Krishnanagar Nabadwipghat state road in Nadia, as an auto from Krishnanagar lost control and hit 10-year-old Saiful Sheikh, a school student, who was undergoing treatment at Krishnanagar Shaktinagar District Hospital in a state of panic. The local residents blocked the Krishnanagar Nabadwipghat road and claimed that today the little boy got on the road on Eid, at that time the auto hit, the amount of auto traffic on the Nabadwipghat Krishnanagar route has increased, the local residents are almost suffering from accidents, day after day there is no point in informing the administration. In this incident, the local residents blocked the road, the only road from Nabadwip Ghat to Krishnanagar was blocked for some time, later when the police went and went to handle the situation, the locals clashed with the police and even pushed, in which a policeman was injured. However, after some time, the situation was under control. The people of the area demand that auto traffic on this route should be reduced.
The local police administration is investigating the overall incident.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights