মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে ডুয়ার্স থেকে পায়ে হেটে কোলকাতা যাবার পথে নদীয়ার রানাঘাটে সৌজন্য সাক্ষাতে রানাঘাট শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ বুকে আঁকা মমতা ব্যানার্জির ছবি আর তাতে লেখা বীরনগরী অঞ্চল তৃণমূলের সৈনিক। রোদ-বৃষ্টির প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে কোথাও জল কাদা ভেঙে। দীর্ঘ 700 কিলোমিটার পায়ে হেঁটে চললেন। জলপাইগুড়ি ডুয়ার্সের বানারহাট ব্লকের বীরনগরি অঞ্চলের বাসিন্দা শংকর ভট্টাচার্য্য। মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে জলপাইগুড়ি ডুয়ার্স থেকে 15 ই জুন রওনা দেন তিনি। দীর্ঘ 26 দিন ধরে জাতীয় সড়ক ধরে পায়ে হেটে শংকর বাবু রানাঘাটে পৌঁছান।শঙ্করবাবুর বক্তব্য মমতা ব্যানার্জির নানান উন্নয়নমূলক প্রকল্পে উত্তরবঙ্গ জলপাইগুড়ি ডুয়ার্স অনেক উপকৃত হয়েছে। তাই তিনি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাতে কালীঘাটে মমতা ব্যানার্জির সাথে দেখা করতে চললেন। আরো জানান তিনি ডুয়ার্স থেকে মাটি এনেছি এই মাটি মমতা ব্যানার্জি হাতে তুলে দিয়ে বলব এই মাটির জন্য আলাদা না হয়, ডুয়ার্স জন্য ভাগ না হয়।
শংকরবাবু যখন রানাঘাটে পৌঁছায় তাকে দেখতে উৎসাহ দিতে পাশে দাঁড়ায় রানাঘাট শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত পাল ও কিছু উৎসাহী ব্যক্তি। সুবিধা অসুবিধার কথা শুনে রাত্রি নিবাসের ব্যবস্থা করা হয়। এরপর সকালে উঠে আবার গন্তব্য স্থলের দিকে রওনা দেন শংকর ভট্টাচার্য্য।

Gopal Biswas, Nadia- A picture of Mamata Banerjee painted on her chest and written on it is written as a Trinamool soldier from Birnagari area. Ignoring the natural calamities of sun and rain, the water somewhere breaks the mud. He walked 700 kilometers on foot. Shankar Bhattacharya is a resident of Birnagari area of Banarhat block of Jalpaiguri Dooars. He left for Jalpaiguri Dooars on June 15 to meet Mamata Banerjee. Shankar Babu reached Ranaghat on foot along the national highway for 26 long days. According to Shankar babu, The Uttar Pradesh Jalpaiguri Dooars has benefited a lot from mamata banerjee’s various development projects. So he went to meet Mamata Banerjee at Kalighat to pay his gratitude. He also said that he brought the soil from the Dooars and handed over this soil to Mamata Banerjee and i will say that this soil is not separate for this soil, it will not be divided for the Dooars. When Shankar Babu reached Ranaghat, he was encouraged to see him. Ranjit Pal, president of ranaghat city youth Trinamool Congress, and some enthusiastic people stood by him. Night shelter is arranged after hearing about the advantages and disadvantages. After that, Shankar Bhattacharya got up in the morning and again left for the destination.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights