গোটা দেশের সঙ্গে মালদাতেও সাড়ম্বরে পালিত হলো ইদুজ্জোহা উৎসব


মালদা , ১০ জুলাই। গোটা দেশের সঙ্গে মালদাতেও সাড়ম্বরে পালিত হলো ইদুজ্জোহা উৎসব । সকাল সকাল বিভিন্ন মসজিদ প্রাঙ্গণ এলাকায় নামাজ পাঠের মাধ্যমে এই উৎসব পালন করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা । রবিবার সকালে মালদা শহরের হায়দারপুর এলাকায় মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির পক্ষ থেকে নামাজ পাঠের আয়োজন করা হয় । সেখানে শুধুমাত্র মহিলারাই নামাজ পাঠে অংশ নিয়েছিলেন । সকলের মঙ্গল কামনায় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও দোয়া করেন মুসলিম ধর্মপ্রাণ মহিলারা। এই নামাজ পাঠের পর ওই কমিটির পক্ষ থেকে সকল মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানানো হয়। এবং করোনা মহামারী যাতে গোটা দেশ থেকে নির্মূল হতে পারে সেই কথাও ওই মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির পক্ষ থেকেও জানানো হয়। নামাজ পাঠের পর একে অপরকে উপলক্ষে শুভেচ্ছা জানান মুসলিম মহিলারা।

Malda, July 10. Iduzzoha festival was also celebrated in Malda along with the entire country. In the morning, muslim religious people celebrate this festival by offering prayers in the premises of different mosques. A prayer recital was organised by the Muslim Mahila Jankalyan Samiti in Hyderpur area of Malda town on Sunday morning. Only women took part in the prayers. Muslim devout women pray for the well-being of all and also for the maintenance of peace and order. After the prayer, the committee greeted all the people. And the Muslim Women’s Welfare Committee was also informed that the corona epidemic can be eradicated from the whole country. After the prayers, Muslim women greeted each other on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights