অনুষ্ঠিত হতে চলেছে মধুসূদন মঞ্চে সিলভার পয়েন্ট স্কুলের রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান


ইন্দ্রজিৎ আইচঃ ১৯৯৭ সালে ২৬ এ জুলাই বালিগঞ্জ কসবা অঞ্চলের কাছের সিলভার পয়েন্ট ইংলিশ মাধ্যমের স্কুলের পথ চলা শুরু হয়েছিলো। ২০২১-এ এই স্কুল ২৫ বছর অতিক্রম করেছে। নার্সারী থেকে বারো ক্লাস পর্যন্ত এই স্কুল। মোট ছাত্র ছাত্রী সংখ্যা ১৩৮০ জন। মোট শিক্ষক শিক্ষিকা আছেন ৫৫ জন। আগামী ২৬ এ জুলাই ২০২২ মধুসূদন মঞ্চে সকাল থেকে হবে সমাপ্তি অনুষ্ঠান। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সিলভার পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা বাণী রায় চৌধুরী জানালেন আমাদের এই সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম। ড: অখিলেস কুমার,এলাকার বিধায়ক দেবাশিস কুমার, স্বামী সুপর্ণানন্দ মহারাজ, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও স্কুলের প্রিন্সিপাল সুচরিতা রায়চৌধুরী। অনুষ্ঠানে সংবর্ধিত হবেন শিক্ষাবিদ ড: দেবীপ্রসাদ দুয়ারী, চিত্রকর শুভা প্রসন্ন, নৃত্য শিল্পী অলোকা কানুনগো, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া ও আরো অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষিকা সুচরিতা রায় চৌধুরী, সহ শিক্ষিকা নন্দিতা রায় চৌধুরী, শিক্ষক চিরন্তন ভাদুরী।

Indrajit Aich: On July 26, 1997, the silver point English medium school near Ballygunge Kasba area started its journey. In 2021, this school has completed 25 years. This school is from nursery to class twelve. The total number of students is 1380. There are a total of 55 teachers. The closing ceremony will be held from the morning at Madhusudan Mancha on July 26, 2022. Addressing a press conference at the Kolkata Press Club today, Bani Roy Chowdhury, founder of Silver Point School, said that Mr. Firhad Hakim, Mayor of Kolkata, will be the special guest at our closing ceremony. Dr. Akhiles Kumar, area MLA Debashis Kumar, Swami Suparnananda Maharaj, Baishabnar Chattopadhyay and school principal Sucharita Roychowdhury. Educationist Dr Deviprasad Duari, painter Shubha Prasanna, dance artist Aloka Kanoongo, Dabaru Dibyendu Barua and many others will be felicitated on the occasion. Various cultural events will be performed at the event. The press conference was attended by the school’s headmistress Sucharita Roy Chowdhury, co-teacher Nandita Roy Chowdhury, teacher Chirantan Bhaduri.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights