আশুতোষ ব্যার্থ সেন্টিনারী হলে অনুষ্ঠিত হলো দুদিনের ইন্টারন্যাশনাল পারফরর্মিং আর্টস ফেস্টিভ্যাল ২০২২


ইন্দ্রজিৎ আইচঃ কলকাতা জাদুঘরের আশুতোষ ব্যার্থ সেন্টিনারী হলে অনুষ্ঠিত হলো দুদিনের ইন্টারন্যাশনাল পারফরমিং আর্টস ফেস্টিভ্যাল ২০২২। (IPAF)-এর আয়োজনে শ্যাম পান্ডের উদ্যোগে এই দুদিনের অনুষ্ঠানে ভারত বিখ্যাত এওয়ার্ড উইনার কোরিওগ্রাফার এন্ড পারফর্মাররা নাচ গান পরিবেশন করেন। প্রথম দিন অর্থাৎ ১৬ ই জুলাই ২০২২ শনিবার সন্ধ্যায় এই উৎসবের শুভ সূচনা করেন কলকাতার রয়াল থাই-এর কনস্যুলেট জেনারেল আছড়াপাল ইয়াভাপ্রাপাস। উপস্থিত ছিলেন হিন্দুস্তান কপার লিমিটেডের চেয়ারম্যান অরুণ কুমার শুক্লা এবং অভিনেতা জর্জ বেকার। প্রথমদিন কত্থক ডান্স পরিবেশন করেন মধ্য প্রদেশের জনপ্রিয় শিল্পী ড: খুসবু পাঞ্চাল এবং তার সহ শিল্পীরা। পরিবেশিত হলো ত্রিদেবী এবং ট্রিনিটি অফ সুপ্রিম ডিভাইনিটি। অসাধারণ কত্থক পরিবেশন করেন ড:খুসবু পাঞ্চাল, তানিশা জৈন, যোগেসশরী বরু পাল, নিতু দিবাকর।এরপর অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ফেম আটিস্ট কৌশিক এর বালি দিয়ে স্বাধীনতার ৭৫ বছর ও রামায়ণ কথা চিত্র শিল্প। এইদিনের শেষ অনুষ্ঠানটি ছিল অরণ্য -পরিবেশ সচেতনতা নিয়ে ডান্স ড্রামা ” অরণ্য অমৃত”।
উপস্থাপনায় ছিলো ডান্সেস গিল্ড (Based on chipko Movement to preserve ecology)।
দ্বিতীয়দিন অর্থাৎ ১৭ ই জুলাই ২০২২ রবিবার সন্ধ্যায় পরিবেশিত হয় বিশ্ব সংগীতের এক অসাধারণ সংগীত মূর্ছনা। উপস্থাপনা ছিলো “ভেদা” (Internationally Acclaimed group)। অংশ নেন রাতুল শঙ্কর, অভিষেক মল্লিক, মৈনাক নাগ চৌধুরী এবং প্রেমাংশু দাস। এইদিনের শেষ অনুষ্ঠান টি ছিলো ওড়িশি নৃত্য।
” অনন্ত দ‍্য ইনফিনাইট “। পরিবেশন করেন নৃত্য শিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং তার গ্রুপ। দুদিনের এই সমগ্র অনুষ্ঠানটি ভারত সরকার সংস্কৃতি মন্ত্রক এর আয়োজনে কলকাতায় পালিত হলো। এবার এই অনুষ্ঠান টি ছিলো চতুর্থ বছর। এর আগেও সারা ভারতবর্ষ এর নানা রাজ্যে এবং বিদেশেএই অনুষ্ঠান হয়েছে। সমগ্র অনুষ্ঠান ভাবনা পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন (IPAF) এর কর্ণধার শ্যাম পান্ডে। এক সাংবাদিক সম্মেলনে শ্যাম পান্ডে জানালেন সারা ভারতের নতুন শিল্পীদের আমরা সুযোগ করে দিচ্ছি এই ভাবেই। পাশাপাশি আন্তর্জাতিক বহু শিল্পীদের আমরা সন্মান জানিয়েছি বহু অনুষ্ঠানে। কোভিডএর সময় বহু অন লাইন অনুষ্ঠান আমরা করেছি। আগামীদিনে এই ধরনের অনুষ্ঠান আমি আরো করবো।

Indrajit Aich: The two-day International Performing Arts Festival 2022 was held at the Ashutosh Barred Centenary Hall of the Kolkata Museum. Organized by Shyam Pandey, organized by IPAF, the two-day event was hosted by india’s famous award winner choreographer and performers performing dance songs. On the first day i.e. 16th July 2022, on Saturday evening, the festival was inaugurated by The Consulate General of Royal Thai, Kolkata, Aghapal Yavaprapas. Hindustan Copper Limited chairman Arun Kumar Shukla and actor George Baker were also present. On the first day, The Kathak Dance was performed by the popular artist of Madhya Pradesh, Dr. Khusbu Panchal and his co-stars. Served is The Tridevi and the Trinity of The Supreme Divine. The excellent kathak was performed by Dr. Khusbu Panchal, Tanisha Jain, Yogeshari Baru Pal, Neetu Diwakar. This was followed by 75 years of independence and ramayana katha art with the sand of international fame atist Kaushik. The last event of the day was the dance drama “Aranya Amrit” on forest-environment awareness.

It was presented by the Dances Guild (Based on Chipko Movement to preserve ecology).
On the second day i.e. on the evening of Sunday, 17th July 2022, an extraordinary musical instrument of world music was performed. The presentation was “Veda” (Internationally Acclaimed Group). Ratul Shankar, Abhishek Mallick, Mainak Nag Chowdhury and Premanshu Das participated. The last event of the day was the Odissi dance.
“Infinite the Infinite”. It was performed by dance artist Arnab Banerjee and his group. The two-day event was organized by the Ministry of Culture, Government of India, in Kolkata. This event was the fourth year. Earlier, this event has been held in various states of India and abroad. The entire event was planned and directed by Shyam Pandey, director of (IPAF). At a press conference, Shyam Pandey said that this is how we are giving opportunities to new artists from all over India. We have also honoured many international artists at many events. We have done many on-line shows during Covid. I will do more such events in the future.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights