সাংবাদিক সুরঞ্জন দে-র কথায় রাগা মিউজিক থেকে প্রেস ক্লাবে মুক্তি পেলো “বলো জনগণ সবে….নবজাগরণ হবে….”


ইন্দ্রজিৎ আইচঃ এই প্রথম রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা জনমুখী উন্নয়ণ মূলক প্রকল্প নিয়ে গান লিখেছেন জনপ্রিয় সাংবাদিক সুরঞ্জন দে। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সুপর্ণা কুমারের প্রযোজনায় সুরঞ্জন দে-র কথায় এবং শান্তজিৎ চট্টোপাধ্যায় সুরে এবং সঙ্গীতা সান্যাল এর সংগীত আয়োজনে প্রকাশিত হলো এক অসাধারণ মিউজিক ভিডিও ” বলো জনগণ সবে.. নবজাগরণ হবে……..”।
রাগা মিউজিক থেকে প্রকাশিত আজ প্রেস ক্লাবে এই মিউজিক ভিডিও টি প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মঞ্চে উপস্থিত ছিলেন গানের গীতিকার সুরঞ্জন দে, রাগা মিউজিক এর কর্ণধার প্রেম গুপ্তা, সংগীত শিল্পী সুপর্ণা কুমার, অভিনেতা মানস সেনচৌধুরী, শিল্পী চক্রবর্তী, দীপিকা ঘোষ। ইউ টিউবে এই গানটি শোনা যাবে “সিম্ফনি মিউজিক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে”এই কথা জানালেন রাগা মিউজিক এর কর্ণধার প্রেম গুপ্তা। মঞ্চে উপস্থিত সকলেই এই গানের ভূয়সী প্রশংসা করেন।রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এই গান বিরাট জনপ্রিয়তা পাবে একথা হলফ করে বলা যায়। সংগীত শিল্পী সুপর্ণা কুমারের গলায় এই গানটি রাজ্যের সকল জনগণের নজর কাড়বে। অনুষ্ঠানে সকল অতিথিদের হাতে পুষ্পস্তবক, মেমেন্ট তুলে দেন সংগীত শিল্পী সুপর্ণা কুমার এবং সংগীত আয়োজক সংগীতা সান্যাল।

Indrajit Aich: For the first time, popular journalist Suranjan Dey has written a song on the various pro-people development projects of the hon’ble Chief Minister of the state Mamata Banerjee. At a press conference at the Kolkata Press Club today, a wonderful music video was released in the words of Suranjan Dey produced by Suparna Kumar and composed by Shantajit Chattopadhyay and sangeeta sanyal in the music concert of “Tell the people. There will be a renaissance. . . .”
The music video was released by state minister Arup Roy at the Press Club today. Also present on the stage were lyricist Suranjan Dey, Raga Music director Prem Gupta, music maestro Suparna Kumar, actor Manas Senchoudhury, artist Chakraborty, Dipika Ghosh. The song can be heard on YouTube on the “Symphony Music Bengali YouTube channel” said Prem Gupta, director of Raga Music. Everyone on stage praised the song. It can be said that this song will get great popularity in the development of the state. The song will grab the attention of all the people of the state in the voice of music composer Suparna Kumar. On the occasion, wreaths and mements were handed over to all the guests by music composer Suparna Kumar and music host Sangeeta Sanyal.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights