শিশির মঞ্চে মঞ্চস্থ হলো চন্ডীতলা প্রম্পটারের দুটি চমৎকার ছোটো নাটক


ইন্দ্রজিৎ আইচঃ শিশির মঞ্চে সম্প্রতি এক সন্ধ্যায় দুটি নাটক মঞ্চস্থ হয়। রবিঠাকুরের “তোতা কাহিনী” ও গৌতম রায়ের “তারাপদ এন্ড কোম্পানী”। আয়োজনে চন্ডী তলা প্রম্পটার।অনুষ্ঠানের শুরুতে প্রতি বছরের মতোই এবছর বিভা রানী স্মৃতি সম্মাননা 2022 প্রদান করা হয় এই সময়ের তরুণ নাট্যকার নির্দেশক ও অভিনেতা রাকেশ ঘোষের হাতে।তুলে দেন আর এক দক্ষ নির্দেশক রাজীব বর্ধন। দলের কর্ণধার প্রদীপ রায় বলেন তাঁর মায়ের অনুপ্রেরণা ও উৎসাহ তাঁকে অভিনয়ের জগতে এগিয়ে যাওয়ার অক্সিজেন জুগিয়েছে। তাই মায়ের মৃত্যুর পর এই স্মারক সম্মান শুরু করা হয়। এর পর তোতা কাহিনী পরিবেশিত হলো। নাট্যরূপ ও নির্দেশনা প্রদীপ রায়। সমগ্র ভাবনা ও পরিকল্পনা রাকেশ ঘোষ, পোশাক ও কোরিওগ্রাফি প্রিয়াঙ্কা ঘোষ, সুর করেছেন অভিজিৎ আচার্য্য, কৃষ্ণেন্দু ভট্টাচার্য্য ও অয়ণ রায়, কন্ঠে রানা রায়, পম্পা পাঁজা, বাদ্য যন্ত্রে রানা রায়, অরূপ চৌধুরী, মলয় ঘোষ, আজকের শিক্ষা ব্যবস্থা ও ডিজিটাল যুগে ছাত্রদের কি করুন পরিণতি হয় তা নানান কৌতুক নকশায়, আঙ্গিকে ভাষায়, প্রত্যেকের চৌকস অভিনয়রের জন্যে এই প্রযোজনা চূড়ান্তভাবে সফল। ছয় বছরে ছেলে যেমন অভিনয় করেছে তেমন পঁয়ষট্টি বছরের অভিনেতাও এক সাথে অভিনয়ে অংশগ্রহণ করেছে। সম্প্রীতা, আদিত্য নীলাদ্রি, দেবজ্যোতি, সত্যম রিতম, অন্বেষা, সৌরিমা, স্নেহা, সম্মৃদ্ধি, আরাত্রিকা, শ্রেয়শ্রী, অনিমেষ, সপ্তবর্ণা পিয়াসা, অর্নব ও অরূপ চৌধুরী – সকলেই ভালো অভিনয় করেছে। আলো পলাশ ও মঞ্চ চঞ্চল ও সুন্দর।

এরপর সারাজাগানো পালা গৌতম রায়ের তারাপদ এন্ড কোম্পানী মঞ্চস্ত হয়। নির্দেশক :- প্রদীপ রায়।
সময়ের নিরিখে এই নাটকের বিষয়বস্তু একটি জলন্ত সমস্যা।বেকারত্ব ও কালো মেয়ে। দুই বেকার বন্ধু বামাপদ ও তারাপদ।পেটের ক্ষিদে মেটাতে মেয়ে দেখার কৌশল করে তারা। কালো মেয়ে হওয়ার জন্য বিয়ে দিতে না পারায় নতুন কৌশল করে সেই পরিবার।দেখতে এলেই বিয়ে দিয়ে দেবে। পাকে চক্রে।ধরা পড়েতাঁরা।কালো মেয়ে টি এগিয়ে আসে বাবাকে বলে বেকারত্বে হাত থেকে বাঁচাতে। শেষে বিয়ে হয়। হাসিতে আবেগে এ নাটক জমে ওঠে। প্রত্যেকের নিখুঁত অভিনয় এই নাটকের সম্পদ। প্রদীপ রায়, কৃষ্ণেন্দু ভট্টাচার্য, সৌমিত্র ঘোষ, তমসা ঘোষ, অরূপ চৌধুরী, অনিমেষ পাঁজা কৌশিক মাল,সুরজিৎ কোলে ও বর্ণালী রায় চৌধুরী:- এক কথায় অনবদ্য। অয়ণ রায়ের আবহ, চঞ্চল আচার্য্যর মঞ্চ প্রশংসার দাবি রাখে।

Indrajit Aich: Two plays were staged in one evening recently at Shishir Mancha. Ravi Thakur’s “Parrot Katha” and Gautam Roy’s “Tarapad and Company”. Chandi Tala Prompter at the event. Like every year at the beginning of the event, this year’s Vibha Rani Smriti Samman 2022 was presented to the young playwright director and actor Rakesh Ghosh. Another skilled director, Rajiv Vardhan, gave it up. Party chief Pradip Roy said his mother’s inspiration and encouragement gave him the oxygen to move forward in the world of acting. So after the death of the mother, this commemorative honor was started. After that, the parrot story was performed. The play and direction is by Pradeep Roy. The whole thought and planning is rakesh ghosh, costumes and choreography priyanka ghosh, composed by avijit acharya, krishnendu bhattacharya and ayan roy, in the voice rana roy, pampa panja, rana roy in the instrument, arup chowdhury, malay ghosh, what happens to the students in today’s education system and in the digital age, this production is ultimately successful in designing various jokes, in the form of language, for the clever performance of everyone.

The 65-year-old actor has also participated in acting together just as his son has acted in six years. Sampreeta, Aditya Niladri, Debajyoti, Satyam Ritam, Anwesha, Sourima, Sneha, Samriddhi, Aratrika, Shreyashree, Animesh, Saptavarna Pyaasa, Arnav and Arup Chaudhary – all performed well. The light is bright and the stage is bright and beautiful.

After that, Sarajagano Pala Gautam Roy’s Tarapad and Company was staged. Director:- Pradeep Roy.
The content of this play is a burning problem in terms of time. Unemployment and black girl. Two unemployed friends, Bamapad and Tarapada. They do the trick of seeing the girl to meet the stomach cramps. Unable to marry to be a black girl, the family devises a new strategy. When you come to see it, you will get married. In the cycle of feet. Caught them. The black girl comes forward and tells her father to save her from unemployment. In the end, the marriage took place. The play is filled with emotion in laughter. Everyone’s perfect performance is a treasure trove of this play. Pradip Roy, Krishnendu Bhattacharya, Saumitra Ghosh, Tamsa Ghosh, Arup Chowdhury, Animesh Panja Kaushik Mal, Surjit Kole and Spectra Roy Chowdhury:- In a word, it is impeccable. The atmosphere of Ayan Roy, the stage of Chanchal Acharya deserves praise.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights