পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় শবরদের মধ্যে প্রথম স্নাতকোত্তর হলেন রমনিতা শবর


সহদেব পরামানিক :: ঐকান্তিক ইচ্ছাশক্তিকে সঙ্গী করে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় শবরদের মধ্যে প্রথম স্নাতকোত্তর হলেন রমনিতা শবর । সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে স্নাতকোত্তর পাশ করল রমনিতা শবর , তার প্রাপ্ত নম্বর ১২০০ এর মধ্যে ৯০৮ , ইতিহাস বিভাগে সে দ্বিতীয় এবং মেয়েদেরর মধ্যে প্রথম হয়েছে। পশ্চিম বঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতি ডিরেক্টর প্রশান্ত রক্ষিত জানান ” রমণীতা আমাদের গর্ব এর সফলতায় আমরা সকলেই খুশি আগামী দিনের পথচলায় আমরা সাথে রয়েছি তার উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা রইল ” সারা শবর সমাজ আজকে তাঁকে সম্বর্ধনা দিলো সমিতি কার্যালয়ে। পুরুলিয়ার বরাবাজার থানার ফুলঝোর গ্রামের দ্ররিদ্র পরিবারের মেয়ে রমণীতা ,বাবা-মা ও দুই ভাইবোনের সঙ্গে থাকেন রমণীতা। সকলের মধ্যে বড় রমণীতা। বাবা মহাদেব শবর কৃষিকর্মের সঙ্গে যুক্ত। মা বেহুলা শবর গৃহবধূ। ছোট থেকেই লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল রমণীতার। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় রমণীতা প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর পুরুলিয়ার কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর রমণীতা পটমদা ডিগ্রি কলেজে ভর্তি হয়ে ৭৬ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হন রমনিতা। তারপর সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় ৮১.৬ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাস করে নজির গড়লো রমনিতা। তার ইচ্ছে শিক্ষকতা করার সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন তিনি এমনি কথা বলেন রমনিতা ।

Sahdev Paramanik :: Ramanita Shabar is the first post-graduate among the shabaras in Purulia and Bankura districts with a strong willpower. Ramnita Shabar, who completed her masters in history from Sidhu Kanu Birsa University, scored 908 out of 1200, became second in the history stream and first among girls. Prashant Rakshit, Director, West Bengal Kheria Shabar Kalyan Samiti, said, “We are all happy with the success of Ramanita our pride and we are with her on the way to the coming days. Ramanitha, a daughter of a poor family from Phuljhar village under Barabazar police station of Purulia, lives with her parents and two siblings. The greatest of all. Baba Mahadev Shabar is associated with agriculture. Mother Behula Shabar is a housewife. From a young age, she had a strong interest in writing. In collaboration with a voluntary organisation, Ramitha studied from primary to secondary. After completing her higher secondary from Kasturba Hindi Balika Vidyalaya in Purulia, Ramanita got admission in The Patamda Degree College and graduated with 76 per cent marks. Then Sidhu Kanu Birsa University set an example by completing his post graduation with 81.6 per cent marks. He wants to move forward with that goal of teaching, he said.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights