অমরনাথ তীর্থযাত্রীদের বিনামুল্যে শীতের পোষাক, চা ও অক্সিজেন মাস্ক দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ 


ইন্দ্রজিৎ আইচঃ মেঘ ভাঙা বৃষ্টিতে কয়েকদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে অমরনাথ যাত্রা। প্রতি বছরের মতোই হাজার হাজার মানুষ জীবনের ঝুকি নিয়ে উঠতে শুরু করেছেন অমরনাথ দর্শনে ৷ আবার যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যে সবরকম প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়েছে অমরনাথ সাইনবোর্ড ৷ এর পাশাপাশি যারা অমরনাথ দর্শনে আসছেন তাদের চিকিতসার জন্যে প্রতি বছরের মতো এবছরেও হাজির হয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে সাধারণ তীর্থযাত্রী  ও যে সব সন্নাসী অমরনাথে আসছেন তাদের গরমের জেকেট দেওয়া হচ্ছে সঙ্ঘের পক্ষ থেকে। এর পাশাপাশি চন্দনবাড়িতে সঙ্ঘের মেডিক্যাল ক্যাম্প থেকে সবরকম প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন মাস্ক দেওয়া হচ্ছে৷ মেডিক্যাল ক্যাম্পের দায়িত্বে থাকা স্বামী সত্যমিত্রানন্দ মহারাজ বলেন, তীর্থযাত্রীদের বিনামূল্যে শীতের পোশাক, ঔষধের পাশাপাশি তাদের গরম চা দেওয়া হচ্ছে চন্দনবাড়ি ক্যাম্প থেকে। পাহাড়ের উপরে ওঠার সময় যাতে শ্বাস কষ্ট না হয় তার জন্যে প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন মাস্ক দেওয়া হচ্ছে।

Indrajit Aich: The Amarnath Yatra has resumed after being closed for a few days due to cloudburst. Like every year, thousands of people have started risking their lives in amarnath darshan. The amarnath signboard has made all necessary arrangements to ensure that there is no accident. In addition to this, like every year, the monks and volunteers of bharat sevashram sangha have come here for the treatment of those who are coming to amarnath darshan. Swami Vishwatmand Maharaj, chief secretary of The Bharat Sevashram Sangha, said that the general pilgrims and the monks coming to Amarnath who are coming to Amarnath to escape the severe cold are being given a hot jket by the Sangh. In addition to this, all necessary medicines and oxygen masks are being provided from the sangh’s medical camp at Chandanbari. Swami Sathyamitranand Maharaj, who is in charge of the medical camp, said that the pilgrims are being given free winter clothes, medicines as well as hot tea from chandanbari camp. Necessary medicines and oxygen masks are being given so that there is no difficulty in breathing while climbing up the hill.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights