সাড়ম্বরে উদযাপিত হলো চন্ডীতলা প্রম্পটারের আয়োজনে রবীন্দ্র – নজরুল সন্ধ্যা


ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি রবীন্দ্র – নজরুল জয়ন্তী উদযাপন হলো প্রম্পটারের কলাকেন্দ্র ভবনে। আয়োজনে ছিলো চন্ডীতলা প্রম্পটার। নাচ, গান গল্প ,আবৃত্তি ও নাটক প্রর্দশনের মধ্যে দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো। “এজীবন পূর্ণ করো” উদ্বোধনী সঙ্গীতে প্রম্পটারের শিল্পীদের উদাত্ত কন্ঠ হৃদয়কে মথিত করে। এরপর এলাকার একনিষ্ঠ সমাজ সেবক তথা জেলাপরিষদের সদস্য মাননীয় সুবীর মুখার্জী তাঁর মূল্যবান বক্তব্যে বলেন ( চন্ডীতলা প্রম্পটার এলাকার একটি সাংস্কৃতিক চর্চার ইনস্টিটিউশন )। ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। রবীন্দ্রনাথের জীবনী নিয়ে চর্চা করা দরকার। বিদ্রোহী কবি নজরুল ইসলামের জীবনী নিয়ে চর্চা করতে হবে। ছেলেমেয়েদের লেখাপড়ার কাজে লাগবে। নাটকের মধ্যে যে মূল্যবান সম্পদ আছে তা যদি অর্জন করা যায় তাহলে আজকের অভিভাবকদের সাইকিয়াট্রিস্টদের কাছে ছেলেদের নিয়ে যেতে হবে না। প্রম্পটার আরো এগিয়ে চলুক। প্রদীপ রায় দীর্ঘ দিন ধরে ব্রতী আছে। আমি শ্রদ্ধা করি।” এর পর প্রিয়াঙ্কা ঘোষের পরিচালনায় রবীন্দ্র নৃত্য পরিবেশিত হয়। দলের শিল্পীরা অংশগ্রহণ করে। dhwanilo ahwano. ধ্বনিলো আহ্বান নৃত্য পরিবেশন করে নিশিকা সামন্ত। অতিথি শিল্পী সাথী বোস তাঁর মায়াময় সুরেলা কন্ঠে দুটি রবীন্দ্র সঙ্গীত ও একটি নজরুল গীতি পরিবেশন করে দর্শকদের আপ্লুত করে। এছাড়া দলের সবাই গান নাচ কবিতা পাঠে অংশ নেয়। তবে বিশেষ আকর্ষণ ছিল দুটি নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের সূক্ষ বিচার। অভিনয়ে অর্নব পালুই, নীলাদ্রি রায়, সত্যম ঘোষ ও সম্প্রীতা চক্রবর্তী। চমৎকার টানটান অভিনয়ে দর্শক আপ্লুত। মঞ্চ চঞ্চল আচার্য্য। আবহ অয়ণ রায়। এছাড়াও পরিবেশিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মুসুলমানীর গল্প অবলম্বনে “মেহেরজান” শ্রুতি নাটক। নাট্যরূপ অরূপ চৌধুরী। নির্দেশনা প্রদীপ রায়।আবহ অয়ন রায়। অভিনয়ে ;- পূর্ণিমা মুখার্জী, তুহিনা চৌধুরী, তমসা ঘোষ, রূপসা ঘোষ, স্নিগ্ধা নাথ, তোতন চৌধুরী, অরূপ চৌধুরী, অনিমেষ পাঁজা, কৌশিক মাল, সুরজিৎ কোলে ও প্রদীপ রায়।

Indrajit Aich: Recently, Rabindra – Nazrul Jayanti celebration was held at Kalakendra Bhawan in The Prompter. There was a Chanditala prompter in the event. He paid homage to them through dances, songs, stories, recitals and plays. The loud voice of the prompter’s artists in the opening song “Fulfill This Life” melts the heart. Hon’ble Subir Mukherjee, a staunch social worker and member of the Zilla Parishad of the area, then said in his valuable speech (Chanditala is an institution of cultural practice in the prompter area). It continues to work consistently. The life of Rabindranath needs to be studied. The life of the rebel poet Nazrul Islam has to be studied. Children’s writing will be useful. If the precious treasures in the play are to be acquired, today’s parents will not have to take the boys to psychiatrists. Let the prompter go further. Pradeep Roy has been a novice for a long time. I respect. After this, Rabindra Dance was performed under the direction of Priyanka Ghosh. Artists from the group participated. dhwanilo ahwano. Nishika Samanta performs a sonic call dance. Guest artist Sathi Bose enthralled the audience by performing two Rabindra Sangeet and a Nazrul Geeti in his mesmerising melodious voice. Apart from this, everyone in the group took part in the reading of the song and dance poetry. But the special attraction was two plays. The fine trial of Rabindranath Tagore. The cast includes Arnab Palui, Niladri Roy, Satyam Ghosh and Sampreeta Chakraborty. The audience is overwhelmed by the wonderful performance. The stage is a fickle acharya. The atmosphere is the verdict. Also performed was the play “Meherjan” based on the story of Rabindranath Tagore’s Musulmani. The playwright Arup Chowdhury. Directed by Pradeep Roy. The atmosphere is Ayon Roy. In the cast ;- Purnima Mukherjee, Tuhina Chowdhury, Tamsa Ghosh, Rupsa Ghosh, Snigdha Nath, Totan Chowdhury, Arup Chowdhury, Animesh Panja, Kaushik Mal, Surjit Kole and Pradeep Roy.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights