আর্থিক প্রতারণার শিকার নবদ্বীপের এক অবসরপ্রাপ্ত রেল কর্মী


গোপাল বিশ্বাস,নদীয়া-ঃ আর্থিক প্রতারণার শিকার হল নবদ্বীপের ষাটোর্ধ এক অবসরপ্রাপ্ত রেল কর্মি। তার বাড়ি নবদ্বীপ শহরের ২ নং ওয়ার্ড বুড়োশিব তলা যদুনাথ সর্বোভৌম লেন এলাকায়। তার অভিযোগ গতকাল বিকেল 4 টের পর তার কাছে একটি ফোন আসে এক রাষ্ট্রায়ত্ব ব্যাংক আধিকারিক এর পরিচয় দিয়ে। তাকে বলা হয় তার ব্যাংক আ্যাকাউন্ট ও ATM কার্ড ব্লক হয়েগেছে। চালু করার জন্য তার কাছে কিছু তথ্য ও ATM কার্ড নং চাইলে তিনি তা দিয়ে দেন ও পরে তার ফোনে আসা OTP সেটাও তাকে জানায়। এবং আজ তিনি তার পাসবই আপডেট করে জানতে পারে গতকাল তার ব্যাংক আ্যাকাউন্ট থেকে ৩০০০ টাকা, ও আজ দুবারে ১০০০০, ও ২৪০০ এর কিছু বোশি টাকা তুলে নেওয়া হয়েছে। এর পর তিনি তার ব্যাংক আ্যাকাউন্ট ও ATM কার্ড ব্লক করেন ও নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন।

Gopal Biswas, Nadia- The victim of financial fraud is a retired railway employee in his 60s from Nabadwip. His house is in the 2nd ward of Nabadwip city in the area of Badishiv Tala Yadunath Sarvoum Lane. His complaint was that after 4 pm yesterday, he received a call from a state-owned bank official identifying him. He was told that his bank account and ATM card had been blocked. When he asked her for some information and ATM card number to start, she gave it and later told him about the OTP on his phone. And today he updated his passbook and found out that 3000 rupees had been withdrawn from his bank account yesterday, and today some boshi of 10000, and 2400 rupees had been withdrawn twice. After this, he blocked his bank account and ATM card and lodged a complaint with the Nabadwip police station.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights