১১ দফা দাবিতে বিজেপির ডেপুটেশন


শক্তিপদ মাহাতো,বান্দোয়ান: মানবাজার দু’নম্বর ব্লকের অন্তর্গত আঁকরো বড়কদম অঞ্চল BJPর পক্ষ থেকে সোমবার বিকেলে 11দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন দেওয়া হল পঞ্চায়েত প্রধানের নিকট। আঁকরো-বড়কদম অঞ্চল BJP পক্ষ থেকে জানাযায় অঞ্চলের পিছিয়ে পড়া এলাকার যোগাযোগ,স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও উপভোক্তা পরিষেবার সঠিক ভাবে উন্নয়নের লক্ষ্যেই অঞ্চল প্রধানের নিকট দেওয়া হয় এই ডেপুটেশন। যে সমস্ত দাবি-দাওয়া নিয়ে এদিনের এই ডেপুটেশনটি দেওয়া হয় তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দাবি হলো প্রথমত, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যাতে সঠিক ব্যক্তি পায় তার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত,যে সমস্ত গ্রামের রাস্তাগুলো এখনো ঢালাই হয়নি তা অবিলম্বে ঢালাই রাস্তার ব্যবস্থা করতে হবে।
তৃতীয়ত, বাংলার আবাস যোজনা লিখিত বইগুলি অতিসত্বর প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে হবে ইত্যাদি।

Shaktipada Mahato, Bandwan: A deputation with 11 demands was given to the panchayat head on Behalf of the BJP in The Ankoro Barakadam area under Manbazar 2 block on Monday afternoon. According to the BJP, the deputation was given to the head of the region for the proper development of communication, health, education, agriculture and consumer services in the backward areas of the region. Some of the demands with which the deputation was made today are, firstly, that arrangements should be made so that the house of the Prime Minister’s Housing Scheme is available to the right person. Secondly, the villages where the roads are yet to be welded should be provided with cast roads immediately. Thirdly, the books written by the Bengal Awas Yojana should be written immediately under the Pradhan Mantri Awas Yojana, etc.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights