দশ দফা দাবি নিয়ে নবদ্বীপ পৌরসভা অভিযান ও ডেপুটেশন DYFI এর


নবদ্বীপ তৃণমূল পরিচালিত পুরসভায় চলছে একাধিক দূর্নীতি, পুরসভার সমস্ত শুন্য পদে করতে হবে নিয়োগ, নাগরিক পরিষেবা দিতেও ব্যর্থ পুরসভা, পাশাপাশি শহরের বুকে একাধিক জলাশয় ভরাট হচ্ছে অবৈধ ভাবে, এবং নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর নীচ থেকে অবাধে চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, এমনি দশ দফা অভিযোগ ও দাবী নিয়ে নবদ্বীপ DYFI লোকাল কমিটির ডাকে পৌরসভা অভিযান ও ডেপুটেশন কর্মসূচী নেওয়া হয়। এদিন সকাল ১১ টা নাগাদ নবদ্বীপ শহরের রামসীতা পাড়া দলিয় কার্যালয় থেকে মিছিল করে পুরসভাার সামনে আসে, চলে তৃণমুল কংগ্রেস পরিচালিত পুরসভা ও পৌরপতির বিরুদ্ধে দূর্নিতির স্লোগান। এর পর পৌরসভার পার্শ্ববর্তি নাম নেতাজী স্ট্যাচুর সামনে পথ সভা করে ও ডেপুটেশন দেয়।তাদের অভিযোগ দীর্ঘ এক মাস আগে থেকে জানানো সত্বেও পৌরপতি সহ অনেকেই ছিল অনুপস্থিত, ফলে তারা পৌরসভার রিসিভ সেকশানে জমা করে তাদের ডেপুটেশন কপি। পাশাপাশি তারা বক্তব্যে হুশিয়ারিও দেয় তাদের দাবী ও নবদ্বীপে চলা দূর্নিতি বন্ধ না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে। পথ সভা চলাকালীন পাস দিয়ে নবদ্বীপের বিধায়ক, পৌরপতির গাড়ি গেলে তাকে লক্ষ্য করে dyfi কর্মিরা চোর চোর স্লোগান ও দেয়, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

The Nabadwip Trinamool-run municipal corporation is facing a series of corruptions, all vacant posts in the municipal corporation have to be appointed, the municipal corporation has failed to provide civic services, as well as several water bodies in the heart of the city are being filled up illegally, and the violence of the land mafia is going on freely from the bottom of the Nabadwip Gaurang bridge, so the municipal campaign and the deputation programme was taken up on the call of the Nabadwip DYFI local committee with ten points of complaint and demand. At around 11 a.m. today, ramsita para of Nabadwip town marched from the daliya office in front of the municipality, shouting slogans of corruption against the Trinamool Congress-run municipal corporation and the mayor. After this, the neighbouring name of the municipality, Netaji, held a street meeting in front of the statue and gave deputation. Despite their complaint being reported a month in advance, many, including the mayor, were absent, so they submitted their deputation copies to the municipal corporation’s receiving section. At the same time, they also warned in their speeches that if their demands and the misfortune in Nabadwip are not stopped, they will go on the path of a larger movement in the coming days. During the road meeting, when the car of the MLA of Nabadwip, the mayor went through the pass, the dyfi workers also targeted him and shouted ‘chor chor chor’, after which the police went and handled the situation.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights