আটকোশী সমাজের উদ্যোগে মালদা শহরের ঘোড়া পীর এলাকায় শুরু হল পীর মাজারের সংস্কার


মালদা: আটকোশী সমাজের উদ্যোগে মালদা শহরের ঘোড়া পীর এলাকায় শুরু হল পীর মাজারের সংস্কার,প্রাচীন নির্মাণ এবং সৌন্দর্যায়নের কাজ। এদিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, কাকলি কর্মকার, প্রাক্তন কাউন্সিলর আশীশ কুন্ড, সহ আটকোশী সমাজের বিশিষ্ট জনেরা। জানা যায় শতাব্দী প্রাচীন ঘোড়া পীর এলাকায় অবস্থিত এই পীর মাজার। ঈদ হোক বা মুসলিম সমাজের কোন ধর্মীয় অনুষ্ঠান দুয়া প্রার্থনার জন্য প্রচুর মানুষের আগমন হয় এখানে। তাই এই পীর মাজারের সৌন্দর্যয়ন এবং সংস্কারের উদ্যোগ নেই আটককোশী সমাজ। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ জানান, শতাব্দি প্রাচীন এই পীর মাজার। ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সহযোগিতায় এবং আটককোশী সমাজের উদ্যোগে এই পীর মাজার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী শুকরা ঘোষ।

Malda: The renovation, ancient construction and beautification of the Pir shrine has been started in Ghod Pir area of Malda city under the initiative of Ataroshi Samaj. It was formally inaugurated by Krishnendu Narayan Chowdhury, Chairman of Englishbazar Municipality. Also present were English Bazar Municipality councillors Prasenjit Ghosh, Kakoli Karmakar, former councillor Ashish Kund, and prominent members of the Ataroshi community. It is known that this pir shrine is located in the century-old horse pir area. Be it Eid or any religious event of the Muslim community, a lot of people come here for dua prayers. Therefore, there is no initiative to beautify and renovate this pir shrine. In this regard, local councillor Prasenjit Ghosh said that this century-old pir shrine. The renovation of the Pir shrine has been undertaken in collaboration with English Bazar Municipality Chairman Krishnendu Narayan Chowdhury and at the initiative of the Attakkoshi Samaj. Local social worker Shukra Ghosh has extended a helping hand.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights