বান্দোয়ান ব্লকের BDO সাহেব BL&RO-এর নিকট মোট ২১ দফা দাবি দাওয়া জানিয়ে গণ ডেপুটেশন


পুরুলিয়া থেকে সহদেব পরামাণিকের রিপোর্টঃ  আজ বৃহস্পতিবার (২৮/৭/২০২২) ভারত জাকাত মাঝি পারগানা মহলের শাখা বারহা মূলক মাঝি পারগানা মহল ও কুইলাপাল মূলক ৪৯ মৌজা মাঝি পারগানা মহলের উদ্যোগে বান্দোয়ান ব্লকের BDO সাহেব BL&RO-এর নিকট মোট ২১ দফা দাবি দাওয়া জানিয়ে গণ ডেপুটেশন দেন । বিরসা মুন্ডা বাসস্ট্যান্ডে জমায়েত হওয়ার পর মিছিল আকারে বান্দোয়ান ব্লকে উপস্থিত হন , এবং মোট ২১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন । তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল জনগণনায় সারিধরমের কোড উল্লেখ করতে হবে , প্রতিটি বিদ্যালয়ে অলচিকি লিপিতে পঠন পাঠন শুরু করা, বন্ধ হয়ে যাওয়া ছাত্ররাবাস গুলিকে খোলার ব্যবস্থা করা, শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, হাসপাতালে শবযান গাড়ির ব্যবস্থা করা ও অন্যান্য রাজ্য থেকে আগত নবাগত পুত্রবধূদের জাতিগত শংসাপত্র এই রাজ্যে করার ব্যবস্থা করতে হবে ,২০০৬ বনাধিকার আইন অনুযায়ী আদিবাসীদেরকে জমির পাট্টা দেয়ার ব্যবস্থা করতে হবে এই রকম মোট ২১ দফা দাবি দাওয়া জানিয়ে গণডেপুটেশন দেন ।

Sahdev Parmanik’s report from Purulia: On Thursday (28/7/2022), bharat zakat majhi pargana mahal branch barha badi majhi pargana mahal and quilapal 49 mouza majhi pargana mahal gave a mass deputation to the BDO sahib bl&ro of bandwan block with a total of 21 points of demands under the initiative of pargana mahal. Birsa Munda, after gathering at the bus stand, appeared in Bandwan block in the form of a procession and submitted a memorandum containing a total of 21 points of demands. One of their demands was that the code of Saridharam should be mentioned in the census, starting reading in alchiki script in every school, arranging for the opening of closed student buses, appointment of teachers, provision of funeral vehicles in hospitals and provision of caste certificates of new daughters-in-law from other states, a total of 21 demands that the tribals should be given land pattas under the 2006 Forest Rights Act.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights