হাওড়ার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষী সাঁন্তালিয়া ও সমাজসেবী বাবলু সান্তাতালি যৌথ উদ্যোগে ১ই আগস্ট বিলিয়াস রোড সংযোগস্থলে একটি নতুন শিব ও হনুমানজির মন্দিরের দ্বার উদ্বোধন


শুভ ঘোষের রিপোর্টঃ সারাবছর কিছু না কিছু মানুষের সেবায় উপস্থিত হয়ে থাকেন। মানুষের সুখ-দুঃখের পাশে থাকার আশ্বাস দিয়ে থাকেন তারই একটি নিদর্শন হলো হাওড়ার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষী সাঁন্তালিয়া ও সমাজসেবী বাবলু সান্তাতালি যৌথ উদ্যোগে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে ১ই আগস্ট বিলিয়াস রোড সংযোগস্থলে একটি নতুন শিব ও হনুমানজির মন্দির দ্বার উদ্বোধন করেন। যাতে মানুষের শ্রাবণ মাসের পুজোর দিতে সুবিধা হয়। এই শ্রাবণ মাসে সন্তোষী সান্তালিয়ার উদ্যোগে ৫০০ জন গরিব অসহায় মানুষদের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এছাড়া ভক্তিগীতি সঙ্গীতে আয়োজন করা হয়।

Shubha Ghosh’s report: Throughout the year, he is present in the service of some people. One of the hallmarks of the fact that they have assured to stand by the happiness and sorrow of the people is that Santoshi Santhali, a Trinamool Congress worker from ward no. 21 of Howrah, and bablu santatali, a social worker, jointly inaugurated a new Shiva and Hanumanji temple at billias road junction on August 1 in the third week of the month of Shravan. So that it is convenient for people to perform puja in the month of Shravan. In the month of Shravan, 500 poor helpless people are fed bhog prasad under the initiative of Santoshi Santalia. Apart from this, devotional songs are also organized in music.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights