বেতন বৃদ্ধির সহ একাধিক দাবিতে সোমবার থেকে আন্দোলনে নামল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল


মালদাঃ বেতন বৃদ্ধির সহ একাধিক দাবিতে সোমবার থেকে আন্দোলনে নামল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী নিরাপত্তা কর্মীদের পাশাপাশি অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। এদিন সকাল থেকে এই কর্মবিরতির জেরে বিঘ্নিত হয় হাসপাতালে বিভিন্ন পরিষেবা। জানা গেছে তাদের এই কর্ম বিরতির জেরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগ থেকে শুরু করে আউটডোর এবং জরুরি বিভাগের কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। ফলে সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর প্রয়োজনরা।

Malda: Temporary security personnel as well as temporary health workers at Malda Medical College Hospital have been agitating since Monday over a series of demands including salary hike. Since this morning, various services in the hospital have been disrupted due to this work. It is learnt that due to this break in their work, the work of outdoor and emergency departments starting from the maternity department of Malda Medical College Hospital is being disrupted. As a result, patients and patients’ needs are in trouble.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights